২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাবরের। সে বছর তিনি ৬টি ওয়ানডে খেলে ৬৭.৫০ গড়ে ২টি সেঞ্চুরি ও একটি ফিফটিতে করেছেন ৪০৫ রান। ২০২২ সালে যে এর চেয়েও ভালো কেটেছে বাবরের, সেটা পরিসংখ্যানই বলে দেয়।
ম্যাচ জেতানো ইনিংস, চোখধাঁধানো সব শট খেলা, ব্যক্তিগত আর দলীয় অর্জন—সব মিলিয়ে ২০২২ সালটা বাবর আজমের জন্য ছিল অসাধারণ। এর পুরস্কারও পেয়েছেন বাবর আজম। আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পাকিস্তানের অধিনায়ক।
২০২২ সালে ওয়ানডেতে ৩টি সেঞ্চুরিসহ ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন বাবর। দুর্দান্ত এই ব্যাটিংই বাবরকে টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার এনে দিয়েছে।
২০২২ সালে বাবর ওয়ানডেতে ৯টি ম্যাচ খেলেছেন। ৩টি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি ৫টি। একটি ম্যাচেই শুধু রান করতে পারেননি। মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে আউট হয়েছিলেন ১ রান করে।
২০২২ সালে ওয়ানডেতে পাকিস্তানও দুর্দান্ত ছন্দে ছিল। একটি মাত্র ম্যাচ হেরেছে তারা। লাহোরে অস্ট্রেলিয়ার কাছে ৮৮ রানে হেরে যাওয়া সেই ম্যাচে বাবর করেছিলেন ৫৭ রান।