শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

আর্জেন্টিনার জার্সি গায়ে ক্রিকেট অনুশীলনে সাকিব

দেশ স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর ২০২২, ০৩:০০ অপরাহ্ন

আর্জেন্টিনার জার্সি গায়ে ক্রিকেট অনুশীলনে সাকিব

ক্রিকেটের দলীয় অনুশীলনের আগে ওয়ার্মআপে ফুটবল খেলা বাংলাদেশ দলের জন্য নিয়মিত ঘটনাই। এর ব্যতিক্রম হয়নি মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলনেও। অনুশীলনে ফুটবল খেলা শুরু করলেন সাকিবরা, বাংলাদেশ অধিনায়ক নেমেছেন লিওনেল মেসির আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেই! 

ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর ঢাকার রাস্তায় উদ্‌যাপনও করতে দেখা গিয়েছিল সাকিবকে। আর্জেন্টিনার তুমুল সমর্থক বাংলাদেশ অধিনায়কের ফুটবল-জ্বর যেন কাটেনি এখনো!

দলের ফুটবল শুরুর আগে সাকিব যখন সিডন্সের সঙ্গে কথা বলছিলেন, ওপাশে আরেকটি ফুটবল নিয়ে কসরত করার চেষ্টা করছিলেন মুশফিকুর রহিম। একটু আগে পরীক্ষা করলেন শুকাতে দেওয়া প্যাড-গ্লাভস। এমনিতে সূচি অনুযায়ী বাংলাদেশ দলের আজকের অনুশীলন ঐচ্ছিক। তবে দল বেলা একটার দিকে এসেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, মুশফিক এসেছেন এরও বেশ আগে।

ব্যক্তিগত এ অনুশীলনের সময়ই মুশফিকের সঙ্গে দেখা হয়েছে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। দুজনকে একসঙ্গে কিছুক্ষণ কথাও বলতে দেখা গেছে, হাত দিয়ে শ্যাডো করে মুশফিককে কিছু একটা বোঝাচ্ছিলেন ভারতীয় কিংবদন্তি। দুজন একসঙ্গে এরপর ক্যামেরার সামনে ছবির জন্য পোজও দেন।

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই মোটামুটি ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি মুশফিক। প্রথম ইনিংসে কুলদীপ যাদবের বলে এলবিডব্লু হওয়ার আগে করেছেন ২৮ রান, দ্বিতীয় ইনিংসে ২৩ রান করে বোল্ড হয়েছেন অক্ষর প্যাটেলের বলে। ওয়েস্ট ইন্ডিজ সফরে হজের কারণে ছুটিতে ছিলেন, তার আগে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরেই খেলেছিলেন ১৭৫ রানের অপরাজিত ইনিংস। সেই মিরপুরে ২২ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন