নিজেদের প্রথম ম্যাচেই সার্বিয়ার বিপক্ষে দারুণ জয় তুলে হাসিমুখে মাঠ ছেড়েছে ব্রাজিল। তবে নেইমার কি হাসতে পেরেছেন? ৮০ মিনিটে তাঁকে বদলি করেন কোচ তিতে। বেঞ্চে বসা নেইমারের চোখে দেখা যায় জল।
পরে ব্রাজিল দলের চিকিৎসক নিশ্চিত করেন, ডান পায়ের গোড়ালি মচকে গেছে নেইমারের। কাতার বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত হওয়া যাবে। চোটের পরিস্থিতি আজই একবার মূল্যায়ন করা হবে।
শতভাগ ফিট হয়েই কাতারে বিশ্বকাপ খেলতে এসেছেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের আক্রমণ তৈরি করে দেওয়ার দায়িত্বে খেলেছেনও দারুণ। দুটি গোলেই ছিল অবদান। তবে বেশ কয়েকবার সার্ব ডিফেন্ডারদের কড়া ট্যাকলের শিকার হয়েছেন তিনি। সব মিলিয়ে ফাউলের শিকারই হয়েছেন ৯ বার।
এর মধ্যে নিকোলা মিলেনকোভিচের হাঁটুর ট্যাকলটি ছিল কড়া। সেই ট্যাকলে ডান পা মচকে যায় নেইমারের। ব্রাজিল ২-০–তে এগিয়ে থাকার সময় কোচ তাঁকে তুলে নেওয়ার সময়ও চোটের তীব্রতা বোঝা যায়নি।
তবে বেঞ্চে বসে থাকার সময় টিম ট্রেনার কর্তৃক তাঁর ডান পায়ে আইস প্যাক লাগিয়ে রাখতে দেখা যায়। এ সময় ব্যথায় চোখ টলমল করছিল নেইমারের।
ম্যাচ শেষে ব্রাজিলের লকার রুমে নেইমার খুঁড়িয়ে হেঁটেছেন বলে জানিয়েছে ইএসপিএন সকার।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার গণমাধ্যমকে বলেছেন, ‘ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছে নেইমার। সার্বিয়ান খেলোয়াড়ের হাঁটুর আঘাতের প্রভাবে সরাসরি আঘাত লেগেছে। তাৎক্ষণিকভাবে বেঞ্চেই আমরা চিকিৎসা শুরু করেছি। ফিজিও কাজ করছেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টি বোঝা যাবে।’
আরও কিছু সময় অপেক্ষা করা ছাড়া নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে এখনই মন্তব্য করতে রাজি নন লাসমার, ‘এমআরআই দরকার নেই। আগামীকাল (আজ) আরেকবার চোট পরিস্থিতি দেখা হবে। আমাদের অপেক্ষা করছি, আগেভাগে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
ব্রাজিল কোচ তিতে অবশ্য নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে আশাবাদী, ‘ও বিশ্বকাপে খেলতে পারবে, আমরা আত্মবিশ্বাসী।’ ব্রাজিলের পরের ম্যাচ সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে।