ইস্পাহানি-মাস্টার্স টি২০ ক্রিকেটের পঞ্চম আসরের ২০২৫-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে হাক্কানি ক্রিকেট ক্লাব ও চিটাগাং রয়্যালস।
শুক্রবার (৯ মে) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে হাক্কানি ক্রিকেট ক্লাব ৬ রানে ত্রিপল এস মাস্টার্সকে এবং দ্বিতীয় ম্যাচে চিটাগাং রয়্যালস ৬ উইকেটে সিএম গোল্ডকে পরাজিত করে।
দিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে হাক্কানি ক্রিকেট ক্লাব ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৩৮ রান। গোলাম মোর্শেদ ৪৫ রান ও আলী মোমিন ৪২ রান করে দলের স্কোর এগিয়ে নেন। ট্রিপল এস মাস্টার্সের হয়ে ইমরান হোসেন ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন।
১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ট্রিপল এস মাস্টার্স শুরুতে কিছুটা ভালো করলেও হাক্কানির বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়ে। মোহাম্মদ হোসেন রবিন ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষদিকে মাহফুজুর রহমান অপরাজিত ১০ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি। ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করে থেমে যায় ট্রিপল এস মাস্টার্স।
সংক্ষিপ্ত স্কোর:
হাক্কানী ক্রিকেট ক্লাব: ১৩৮/৭ (২০ ওভারে)
গোলাম মোর্শেদ ৪৫, আলী মোমিন ৪২, ইমরান হোসেন ৩/৩২।
ট্রিপল এস মাস্টার্স: ১৩২/৯ (২০ ওভারে)
নাজরুল ইসলাম ৪১, ইকবাল হোসেন ২/২৬, মোহাম্মদ হোসেন ২/১৩।
ফল: হাক্কানী ক্রিকেট ক্লাব ৬ রানে জয়ী
ম্যাচ সেরা: মোহাম্মদ হোসেন রবিন (হাক্কানি ক্রিকেট ক্লাব)
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে সিএম গোল্ড, কিন্তু চট্টগ্রাম রয়্যালসের সুনিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা টিকতে পারেনি। মাত্র ১৫.৪ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় সিএম গোল্ড। রনজিত ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। এছাড়া ইদে আমিন ও সাকিব নূর পান দুটি করে উইকেট।
সিএম গোল্ডের পক্ষে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস আসে শাওন মন্ডির ব্যাট থেকে, যিনি ২৫ রান করেন। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালসের কৌশলী ফিল্ডিং ও রান আউটের মাধ্যমে চাপ সৃষ্টি করতে থাকে সিএম গোল্ডের ব্যাটসম্যানদের ওপর।
১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে। কায়সার পারভেজ ডালিম ৩৮ রান ও সাকিবুর রহমান ৩০ রান করে জয়ের ভিত্তি গড়ে দেন। শেষ পর্যন্ত ১২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস।
সংক্ষিপ্ত স্কোর:
সিএম গোল্ড: ১২৩/১০ (১৫.৪ ওভারে)
শাওন মন্ডি ২৫, রনজিত ৩/১৯, এডা আমিন ২/২১।
চট্টগ্রাম রয়্যালস: ১২৫/৪ (১২.৪ ওভারে)
কায়সার দালিম ৩৮, সাকিবুর রহমান ৩০*, হাফিজুর ১/৩২।
ফল: চট্টগ্রাম রয়্যালস ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: রনজিত দাস।