শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

এশিয়া কাপ, জেনে নিন কোন দলের খেলা কবে

ক্রীড়া প্রতিবেদক

১৮ আগস্ট ২০২২, ১১:৩০ অপরাহ্ন

এশিয়া কাপ, জেনে নিন কোন দলের খেলা কবে

এশিয়া কাপের সূচি চূড়ান্ত, ২৭ আগস্ট উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার প্রতিপক্ষ আফগানিস্তান ক্রিকেট দল।

পরদিন মুখোমুখি হবে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর। আরব আমিরাতের দুবাই এবং শারজায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলংকা ও আফগানিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী হবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। বাছাইপর্বে লড়বে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আরব আমিরাত। 

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা চিন্তা করে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। 

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ বলেন, অবশেষে প্রতীক্ষার অবসান হলো। এশিয়ার কাপ শুরু হবে ২৭ আগস্ট। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। 

এবারের এশিয়া কাপ শ্রীলংকার হওয়ার কথা ছিল। কিন্তু দ্বীপ রাষ্ট্রটির বর্তমান আর্থিক মন্দায় রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হওয়ায় এশিয়া কাপ হচ্ছে আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে। 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন