ক্রীড়া প্রতিবেদক
০৬ জুলাই ২০২৩, ০২:১৬ অপরাহ্ন
অনেক জল্পনা, নানামুখী আলোচনার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ধ্রুবতারা তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) নিজ শহর চট্টগ্রামেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন।
সংবাদ সম্মেলনে তামিম যা বলেন- ‘নরম্যালি, এরকম পরিস্থিতিতে মানুষ স্পিচ লিখে আসে। কিন্তু আমার সেরকম কোনো প্রস্তুতি নেই। আমার পুরো ক্যারিয়ারেই আমি কখনো কোনো স্পিচ দিয়ে কিছু বলিনি।
খুব বেশি বড় করবো না। গতকাল আফগানিস্তানের বিপক্ষে আমি আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর হতে যাচ্ছে। এটার পেছনে সাডেন কোনো সিদ্ধান্ত ছিল না। আমি নিজ থেকে এটা নিয়ে চিন্তা করছিলাম। ভিন্ন ভিন্ন কারণ আছে যেগুলো আমার এখানে বলার দরকার আছে।
এটা না যে আমি হুট করে সিদ্ধান্ত নিয়েছি। আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম। আমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলাম। আমি মনে করি এটা সেরা সময় সরে দাঁড়ানোর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার।’