বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

খালেদের সেঞ্চুরি, সিটি গ্রিনের সামনে উড়ে গেল ফিরিঙ্গিবাজার

সিজেকেএস প্রথম বিভাগ

ক্রীড়া প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৩, ০৭:৫৩ অপরাহ্ন

খালেদের সেঞ্চুরি, সিটি গ্রিনের সামনে উড়ে গেল ফিরিঙ্গিবাজার

খালেদ হাসানের অনবদ্য সেঞ্চুরিতে ফিরিঙ্গিবাজার লাকি স্টার ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ গ্রিন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে সিটি গ্রিন ১৬০ রানে হারায় ফিরিঙ্গিবাজারকে।

সোমবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের দ্বিতীয় খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে সিটি করপোরেশন একাদশ গ্রিন। আগে ব্যাট করার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন তাদের দুই উদ্বোধনী ব্যাটার সাব্বির ও মনসুর। এ দুজন ১৩ ওভারের উদ্বোধনী জুটিতে দলকে এনে দেন ৭৪ রান।

৩৭ বলে ৫ চার আর ৩ ছয়ে ৪৪ রান করা সাব্বির আউট হওয়ার দুবল পর আউট হয়ে যান অপর ওপেনার মনসুরও (২৯ রান)।

এরপর সিটি গ্রিন নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্তে অবিচল থেকে দলের ইনিংস সাজান তিনে নামা খালিদ হাসান। ইনিংস শেষ হওয়ার ৫ ওভার আগে ৮ম ব্যাটার হিসেবে যখন খালিদ আউট হন ততক্ষণে দলের রান গিয়ে দাঁড়ায় ২৮৪-তে। আর নিজের নামের পাশে জ্বলজ্বল করছিল ১০৪ বলে খেলা ১৩২ রানের অনবদ্য ইনিংসটি। যেটি সাজানো ছিল ১১টি চার আর ৯টি ছক্কায়।
 
শেষদিকে শাহ পরান (২০ বলে ২৫ রান) ও ইরফাতের ১৯ বলে ১৯ রানের কার্যকরী ইনিংসে ৫০ ওভার শেষে সিটি গ্রিনের রান গিয়ে দাঁড়ায় ৩১০  এর পাহাড়ে।

ফিরিঙ্গিবাজার লাকি স্টার ক্লাবের পক্ষে মাহফুজ, রিদোয়ান ও মিনহাজ প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

৩১১ রানের পাহাড় ডিঙাতে গিয়ে ফিরিঙ্গিবাজার লাকি স্টার ক্লাবের দৌড় থেমে যায় ১৫০ রানে। দলের পক্ষে রিদোয়ান সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া, মাহফুজ ২৫, মিজান ১৮ এবং জুবায়ের ১৭ রান করেন।

সিটি গ্রিনের পক্ষে জয় ও ইরফাত নেন ৩টি করে উইকেট। শাহ পরান নেন ২ উইকেট।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন