বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

ঘরের মাঠে চিটাগাং কিংসের জয়রথ থামিয়ে রংপুরের টানা অষ্টম জয়

ক্রীড়া প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

ঘরের মাঠে চিটাগাং কিংসের জয়রথ থামিয়ে রংপুরের টানা অষ্টম জয়

বিপিএলের পয়েন্ট টেবিলের এক নম্বর আর দুই নম্বর দলের লড়াই। একদল (রংপুর রাইডার্স) তো এবারের আসরে এখনো পর্যন্ত হার কি জিনিস সেটিরে সাথেই পরিচয় হয়নি, অন্যদল (চিটাগাং কিংস) জিতেছে সর্বশেষ চার ম্যাচ। তবে মাঠের লড়াইয়ে চিটাগাং কিংসের জয়রথে বাগড়া বসিয়ে ৩৩ রানে জিতেছে রংপুর। যা চলতি আসরে তাদের খেলা আট ম্যাচে শতভাগ জয়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর তুলে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান। 

১৬৫ রান তাড়ায় প্রথম বলেই উসমান খানকে হারায় চিটাগং। তবে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ঝড় তুলে সেই ধাক্কা কাটিয়ে দেন। ১৪ বলে ২টি করে চার-ছক্কায় ২৬ রানের ক্যামিও উপহার দেন ইমন। এরপর এক ওভারে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে চিটাগং। আকিফ জাভেদ বোল্ড করেন মোহাম্মদ মিঠুনকে (৫ বলে ২), ২০ বলে ২৩ করে আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গ্রাহাম ক্লার্ক।

২৪ বলে ১৯ রানের ধীর ইনিংস খেলে নাইম ইসলাম ফিরলে আরও চাপে পড়ে চিটাগং। ১৫তম ওভারে মোটে ১০৬ রান তুলে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে দলটি। এরপর বরাবরের মতো অসাধ্য সাধনের চেষ্টা করেছেন শামীম পাটোয়ারী। কিন্তু ৩১ বলে ১ চার আর ৩ ছক্কায় ৩৮ রানে থামতে হয় শামীমকে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩১ রানে থামে চিটাগং। আকিফ জাভেদ ৩২ রানে নেন ৪টি উইকেট। 

এই হারে চট্টগ্রাম এ অবস্থায় ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক মোহাম্মাদ মিঠুন। ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি রংপুর। দলীয় নয় রানের মাথায় আলিস আল ইসলামের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তৌফিক খান। এরপর স্টিভেন টেইলর ও সাইফ হাসান করেন ৫৪ রানের জুটি। ব্যক্তিগত ১৭ রান করে আলিস আল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হন সাইফ।

এরপরের ওভারেই ৩৯ রান করে আউট হন টেইলর।এরপর আর রংপুর বড় কোন জুটি করতে পারেনি। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। তবে উইকেটের এক প্রান্ত থেকে বোলারদের শাসন করে গিয়েছেন পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ। দুই ৪ আর ৭ ছয়ে ২৮ বলে ৫৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন খুশদিল। শেষে মেহেদী হাসানের ১২ বলে ১৭ রানে ভর করে ৭ উইকেটে ১৬৪ রান করতে পারে রংপুর। চিটাগংয়ের হয়ে আলিস আল ইসলাম ও মোহাম্মদ অছিম জুনিয়র নেন ২টি করে উইকেট।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন