শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ হলো ভারত, নিউজিল্যান্ডের ইতিহাস

দেশ স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ হলো ভারত, নিউজিল্যান্ডের ইতিহাস

নিজেদের মাটিতে ভারত অনেকটা অপ্রতিরোধ্য। কালেভদ্রে টেস্ট সিরিজ হারলেও তিন ম্যাচের টেস্ট সিরিজে কখনোই হোয়াইটওয়াশ হয়নি ভারত। এবার নিজেদের সেই ‘অহমিকায়’ আঘাত হানলো নিউজিল্যান্ড। ইতিহাসের প্রথম দল হিসেবে ভারতকে ভারতের মাটিতে হোয়াইট ওয়াশ করলো তারা। ভারতকে ২৫ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে করেছে ধবলধোলাই।

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ধবলধোলাই হলো ভারত। ২০০০ সালে একমাত্র দল হিসেবে ভারতকে তাদেরই মাটিতে ধবলধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ। 

মুম্বাই টেস্টে ভারতকে মাত্র ১৪৭ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও ম্যাচটি জিততে পারলো না ভারত। আরও একবার ব্যর্থ হলো ভারতীয় ব্যাটাররা। তিন ম্যাচের সিরিজের শেষ টেস্টে ২৫ রানে হেরে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হলো স্বাগতিকরা।

ভারতের মাটিতে টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে জিতলো নিউজিল্যান্ড। ১৪৬ রানের পুঁজি গড়ে তাদের জয় এসেছে ২৫ রানে। রোহিতদের দুর্গে সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে জয়ের রেকর্ডটাও এসেছিল এই ওয়ানখেড়েতেই। যদিও সেবার ভারত জিতেছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের টার্গেট ছিল ১০৭ রানের। ভারত সেই ম্যাচটি ১৩ রানে জিতলেও ২-১ ব্যবধানে অজিরাই সিরিজ জিতে। এরপর নিজেদের দুর্গে ভারত সিরিজে অপরাজেয় ছিল ১২ বছর।

হোয়াইটওয়াশ এড়াতে করতে হতো ১৪৭ রান। যেই লক্ষ্যে সুবিধা করতে পারেনি ভারত। ওয়াংখেড়ে লক্ষ্যটা আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও উইকেট ততক্ষণে স্পিন স্বর্গে পরিণত হয়েছে। 

সেই উইকেটে ভারতকে চেপে ধরেন কিউই বোলাররা। ২৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ভারত। এরপর ঋশভ পান্ত এসে পাল্টা আক্রমণ চালান কিউই বোলারদের ওপর। তার ব্যাটেই জয়ের স্বপ্ন দেখছিল দলটি। তবে মধ্যাহ্নভোজের পর পাল্টে যায় খেলা। ফের ভারতীয় ব্যাটারদের চেপে ধরেন কিউই বোলাররা। 

পান্ত ৬৪ রানে থামার পর ওয়াশিংটন সুন্দর রবিচন্দ্রন অশ্বিন টিকতে পারেননি। আকাশ দীপ শূন্য রানে ফিরলে ১২১ রানে থামে ভারতের ইনিংস। নিউজিল্যান্ড ম্যাচ জেতে ২৫ রানে। যেখানে কিউইদের হয়ে একাই ৬ উইকেট শিকার করেছেন আজাজ প্যাটেল। গ্লেন ফিলিপসের শিকার ৩ উইকেট।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন