শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

তিনে তিন জয় নিয়ে সেমিফাইনালে চিটাগাং রয়েলস ও চিটাগাং এমেচার

এরিয়েল এমেচার ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

০৮ নভেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

তিনে তিন জয় নিয়ে সেমিফাইনালে চিটাগাং রয়েলস ও চিটাগাং এমেচার

গ্রুপ লিগের তিন ম্যাচে টানা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন সবার আগে সেমিফাইনালে উঠে গেছে চিটাগাং রয়েলস ও চিটাগাং এমেচার ক্রিকেটার্স।

শুক্রবার (৮ নভেম্বর) সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমি স্টেডিয়ামে অনুষ্ঠিত এরিয়েল এমেচার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দিনের প্রথম খেলায় চিটাগাং রয়েলস ৬৫ রানের বড় ব্যবধানে চিটাগাং মাস্টার্সকে এবং দ্বিতীয় খেলায় চিটাগাং এমেচার ৬৭ রানের ব্যবধানে গোল্ডেন গ্লাভসকে পরাজিত করে।

সকালের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায় চিটাগাং রয়েলস। দলের পক্ষে রিয়াদ মোস্তফা ৪৪ রান, রনি সৌরভ ৩৩, অনিক আব্দুল্লাহ ১৯, অভি বিশ্বাস ১৮ রান করেন। চিটাগাং মাস্টার্সের হয় নাঈম ৩টি, পিপলু ও আরাফাত ২টি করে উইকেট নেন। 

জবাবে, চিটাগাং মাস্টার্স ১৯.২ ওভারে ৭৮ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে দশে নেমে শাওন সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া ইমরান করেন ১১ রান। চিটাগাং রয়েলসের হয়ে নাজিম নেন ৪ উইকেট। 

দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে চিটাগাং এমেচার ক্রিকেটার্সকে উদ্বোধনী জুটিতে ১০.৪ ওভারে ১০৩ রান এনে দেন মিরাজ ও ফাহাদ।   টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ফিফটি করে ৫৩ রানে (৩৭ বলে, ৫ চার আর ৩ ছয়ে) আউট হন ফাহাদ। মিরাজের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৬০ রান (৩৪ বলে, ৭ চার আর ৩ ছয়ে)। এছাড়া, ইকবালের ৪৪ ও রাশেদের ৪২ রানের সুবাদে চিটাগাং এমেচার নির্ধারিত ২০ ওভারে ২০৬ রানের বড় সংগ্রহ করে। গোল্ডেন গ্লাভসের টিপু ও রায়হান নেন ১টি করে উইকেট।

জবাবে, গোল্ডেন গ্লাভস পুরো ২০ ওভার খেলে ১৩৭ রান করতে পারে। দলের পক্ষে ফায়িম ৬৯ রানে অপরাজিত থাকেন।  চিটাগাং এমেচারের হয়ে অধিনায়ক মিরাজ ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। তার হাতে পুরষ্কার তুলে দেন টাইটেল স্পন্সর এরিয়েল প্রপার্টিজের উর্ধ্বতন কর্মকতাগণ।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন