শনিবার, ৩০ আগস্ট ২০২৫

চট্টগ্রামে আঞ্চলিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার দুর্দান্ত জয়

ক্রীড়া প্রতিবেদক

২৮ আগস্ট ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

চট্টগ্রামে আঞ্চলিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার দুর্দান্ত জয়

দেশে প্রথমবারের মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছিল চট্টগ্রাম। যদিও বিপিএলের ধাক্কায় অকালমৃত্যু হয়েছিল পোর্টসিটি ক্রিকেট লিগ নামের সেই টুর্নামেন্ট। এবার আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্ম দিল ক্রিকেটের উর্বরভূমি চট্টগ্রাম। বিভাগের এগারটি জেলা নিয়ে প্রথমবারের মতো এই রিজিওনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর গড়ালো চট্টগ্রামে।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত দুটি খেলায় দাপুটে জয় পেয়েছে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা। কুমিল্লা জেলা দল ৩৯ রানে নোয়াখালীকে এবং ব্রাহ্মণবাড়িয়া ১৪০ রানের বড় ব্যবধানে বান্দরবান জেলাকে পরাজিত করে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে  অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে টসে জিতে কুমিল্লা ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন মাহফুজ হাসান। এছাড়া ইরফান সাব্বির ১৮ ও আবু বাকার ১৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। নোয়াখালীর হয়ে মোস্তাকিম ও এনামুল হক নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে নোয়াখালী শুরু থেকেই কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রণে থাকে। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রানের বেশি করতে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন মাকসুদুর রহমান। কুমিল্লার হয়ে দুর্দান্ত বোলিং করেন আশরাফুল হাসান, তিনি ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে নেন ৫ উইকেট। এছাড়া স্বপন কুমার ও নাহিদ সায়মন নেন ২টি করে উইকেট।

ম্যাচসেরা নির্বাচিত হন কুমিল্লার আশরাফুল হাসান।

দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে  ব্রাহ্মণবাড়িয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৮৭ রান বিশাল সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক মোহাম্মদ সুমন। এছাড়া আশরাফ আহমেদ ২২, খোরশেদুল আলম ২৮ ও মেহেদী হাসান অপরাজিত ৩০ রান করেন। বান্দরবানের হয়ে শহীদ ইবনে নূর ২টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে বান্দরবান মাত্র ৪৭ রানে অলআউট হয়ে যায় ১৪.৩ ওভারে। দলের হয়ে একমাত্র দুই অঙ্কের রান আসে তাসিফুর রহমানের ব্যাট থেকে (১৬)। ব্রাহ্মণবাড়িয়ার হয়ে শাহরিয়ার মিয়াহ ৩ উইকেট এবং খায়রুল ইসলাম ও শরীফুল ইসলাম ২টি করে উইকেট দখল করেন।

অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িযার শাহরিয়ার মিয়াহ।

এর আগে সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি সহ সভাপতি নাজমুল আবেদিন, বিসিবি পরিচালক আকরাম খান, মন্জুর আলম মন্জু, হেড অব গেইমস ডেভেলপমেন্ট হাবিবুল বাশার সুমন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী আবির, ফর্টিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, এশিয়া গ্রুপের সহকারী ব্যবস্থাপনা পরিচালক সাকিব আহমেদ সালাম,  এ বি ব্যাংক রিজিওনাল হেড মাহাতাবুর রহমান , ক্লিপটন গ্রুপের  নির্বাহী পরিচালক সাদার উদ্দিন চৌধুরী, ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজ এর পরিচালক মীর্জা আলী ইস্পাহনি।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন