শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কেকেআরসি ও এনএইচটি স্পোর্টসের শুভসূচনা

ক্রীড়া প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

চট্টগ্রামে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কেকেআরসি ও এনএইচটি স্পোর্টসের শুভসূচনা

জেলা ক্রীড়া সংস্থায় কার্যকর কোন কমিটি না থাকায় চট্টগ্রামে প্রায় অচল হয়ে আছে খেলাধুলা। মেয়রের ব্যক্তিগত উদ্যোগ এবং সিজেকেএস ক্লাব সমিতির ব্যানারে মাঠে গড়ায় কয়েকটি টুর্নামেন্ট। এবার স্পোর্টিফাই ইভেন্টস-এর নামে মাঠে গড়ালো ফ্রাঞ্চাইজি টি-টোয়িন্টি ক্রিকেট লিগ।

চট্টগ্রামের ৬টি ক্রিকেট ক্লাবের অংশগ্রহণে প্রথমবারের মতো এই আয়োজনের মাঠের লড়াই শুরু হয় বৃহস্পতিবার ফ্রাঞ্চাইজি মডেলের এই লিগ শুরু হয়। উদ্বোধ (২৫ সেপ্টেম্বর)।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী দিনে নিজ নিজ খেলায় জয় পেয়েছে কেকেআরসি ও নবাগত এনএইচটি স্পোর্টস। 

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে কেকেআরসি ৫৬ রানে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের বিশাল সংগ্রহ করে। 

দলের পক্ষে ৪৭ বলে অর্ধডজন ছয় ও সমানসংখ্যক চারে ৭৮ রান করেন এসএম তৌসিফ। এছাড়া, তালহা জুবায়ের সমান ৩টি করে চার-ছয়ের সাহায্যে ৩৫ বলে ৪৪ রান করেন।

ব্রাদার্সের হয়ে শাহরিয়ার আলম মাহিম ৩০ রানে নেন ৪ উইকেট।

জবাবে, ব্রাদার্স পুরো ২০ ওভার খেলে ১২০ রানের বেশি করতে পারেনি। তাদের পক্ষে, মহিউল ইসলাম পাটোয়ারী ২৪, আবদুল্লাহ হানিফ ২৩ ও শাহাদাত বাবু ২০ রান করেন।

কেকেআরসির হয়ে মিনহাজ ৩টি, রিফাত ও অনিক ২টি করে উইকেট নেন।

দুপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে নবাগত এনএইচটি স্পোর্টস ৬ উইকেটে ২০ ইভেন্টস্ গ্রুপের বিরুদ্ধে জয়লাভ করে। 

প্রথমে ব্যাট করতে নেমে সাজ্জাদের অনবদ্য ৬৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। ৩১ বলের সাজ্জাদের ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ৬টি ছয়ে সাজানো। 

এনএইচটি স্পোর্টসের পক্ষে মাজহারুল ১৩ রানে নেন ৪ উইকেট।

জবাবে, ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের দেখা পেয়ে যায় এনএইচটি স্পোর্টস। তাদের পক্ষে, আজাদ ২৬ বলে এক হালি করে চার-ছয়ে ৫২ রান করে জয়ের ভিত গড়ে দেন। এছাড়া, ইমরান অপরাজিত থাকেন ৪৮ রানে।

এর আগে দুই ম্যাচের মধ্যখানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, উপদেষ্টা হাফিজুর রহমান, সহ- সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, স্পন্সর প্রতিনিধি ফোর এইচ গ্রুপের এজিএম মো. তারেকুল হক, সিকো এরিনার মো. সাইফ বিন মান্নান, টুর্নামেন্ট কমিটির ফজলে দাইয়ান, ফাইজান খান, মির্জা শাহরিয়ার জামি, ফজলে হাসান মাহমুদ আরিয়ান।

অংশগ্রহণকারী ৬টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে ডাবল লিগ পদ্ধতিতে ১৫টি  ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের ১২টি ও ২টি সেমিফাইনালের পর অনুষ্ঠিত হবে ফাইনাল।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন