আতিকুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের পর জারিফ ইসলাম ও অদৃত ঘোষের দায়িত্বশীল ব্যাটিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে বোলিংয়ে সফরকারীদের ১৭৯ রানে গুটিয়ে দেয় জুনিয়র টাইগাররা। জবাবে ৪২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসার আতিকুর রহমানের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা। তিনি মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করে লঙ্কান ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন। লঙ্কানদের ইনিংস ৪৫.১ ওভারে ১৭৯ রানেই শেষ হয়ে যায়।
দলের পক্ষে সানুল ওয়েরারাত্নে সর্বোচ্চ ৬৬ রান করেন এবং হিরুন মাথিশা করেন ৩৭ রান।
জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার নাইম (০) গোল্ডেন ডাক মেরে দ্রুত সাজঘরে ফেরেন। তবে, দ্বিতীয় উইকেটে জারিফ ইসলাম এবং কাউসার আহমেদের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামলে ওঠে দল। এই জুটি যোগ করে ৬৮ রান।
কাউসার ৩০ রানে আউট হলেও জারিফ অর্ধশতক পূর্ণ করেন। তিনি ৫১ বলে ৫১ রানের ইনিংস খেলেন। জারিফের বিদায়ের পর রাকিবুল ইসলামও রানের খাতা খোলার আগেই আউট হলে কিছুটা চাপ সৃষ্টি হয়। তবে, এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন অদৃত ঘোষ। তিনি ৭৭ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। শেষদিকে আকাশ রায় (৩৩) এবং জুনায়েদ হোসেন অপরাজিত থেকে ৬৭ বল হাতে রেখেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছিল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা জয় পেলে সিরিজে সমতা ফেরে। তবে শেষ ওয়ানডে জিতে ট্রফি ঘরে তুলল বাংলাদেশের যুবারা।