বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম আবাহানীর রেকর্ড করা ঝড়ে উড়ে গেল ইস্পাহানি

হান্নানের ৭ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

১৭ মার্চ ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম আবাহানীর রেকর্ড করা ঝড়ে উড়ে গেল ইস্পাহানি

একের পর এক দলগুলোকে লণ্ডভণ্ড করে দাপুটে জয় তুলে নিয়ে ছুটে চলছে চট্টগ্রাম আবাহনী। তাদের পঞ্চম ঝড়ের শিকার হলো ইস্পাহানি স্পোর্টিং ক্লাব। ইস্পাহানিকে মাত্র ৬১ রানে অলআউট করে দিয়ে তা মাত্র ৮.৫ ওভারেই নিয়ে নেয় চট্টগ্রাম আবাহনী।

রোববার (১৭ মার্চ) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বলতে গেলে ইস্পাহানীকে একাই ধসিয়ে দেন অফ স্পিনার মো. হান্নান। সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমির নিজস্ব খেলোয়াড় হান্নান ১৬ রানে ৭ উইকেট নেন। যা লিগের বেস্ট বোলিং পারফরম্যান্স। 

এই জয়ের মাধ্যমে লিগে চট্টগ্রাম আবাহনী  ৫ ম্যাচের ৫টিতে জয় পেলেও ইস্পাহানি কোন জয় পায়নি।

এর আগে সকালে টসে জিতে ব্যাট করতে নেমে ২৭.৫ ওভারে মাত্র ৬১ রানে অলআউট হয়ে যায় ইস্পাহানি। চট্টগ্রাম আবাহনীর বাহাতি পেসার তৌহিদের সামনে নাকানিচুবানি খেতে থাকে ইস্পাহানির ব্যাটাররা। সেটির ফায়দা তুলে বল হাতে মোহাম্মদ হান্নান ইস্পাহানির একের পর এক উইকেট শিকার করে নেন। হান্নানের ৭ উইকেটের পাশাপাশি আরেক অফস্পিনার হাসনাত নেন ২ উইকেট।

ইস্পাহানির হয়ে তানজিম নাবিলের ১৩ ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অংকের রান করতে পারেনি। 

জয়ের জন্য ৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে মাত্র ৮.৫ ওভারে ৬২ রান সংগ্রহ করে টানা পঞ্চম ম্যাচ জিতে নেয় চট্টগ্রাম আবাহনী। দলের পক্ষে সাইদুল ইসলাম ২৫ ও তাজুল ইসলাম ২৩ রান করেন। ইস্পাহানির শাহ পরান নেন ২টি উইকেট।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন