ক্রীড়া প্রতিবেদক
৩০ জুলাই ২০২২, ০৪:৫১ অপরাহ্ন
জিম্বাবুয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচ।
বাংলাদেশের অধিনায়ক হিসেবে অভিষেকে প্রথম টসের ফল পক্ষে আসেনি নুরুল হাসান সোহানের। তবে তাতে খুব একটা হতাশ হওয়ার কথা নয় তার। কারণ, সবশেষ জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ যে দুটি ম্যাচে জয় পেয়েছিল, তার দুটিই এসেছিল রান তাড়ায়।
বাংলাদেশের হয়ে প্রথম টি-টোয়েন্টিতে যারা খেলছেন:
লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।