মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

তিনে তিন জয় শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা কেসির

ক্রীড়া প্রতিবেদক

০৭ মার্চ ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

তিনে তিন জয় শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা কেসির

চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপাপানে ছুটছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)। ইস্পাহানি স্পোর্টিং ক্লাবকে টানা তৃতীয় হারের লজ্জা দিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিল মুক্তিযোদ্ধা।

বৃহস্পতিবার (৭ মার্চ) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা  ইস্পাহানি স্পোর্টিং ক্লাবকে  ৪ উইকেটে পরাজিত করে।   

সকালে টসে জিতে ইস্পাহানিকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় মুক্তিযোদ্ধা সংসদ। নির্ধারিত ৫০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০০ রান। দলের পক্ষে  রনি বেপারি সর্ব্বোচ ৭১ রানে অপরাজিত থাকেন। মুক্তিযোদ্ধার হয়ে মুর্সালিন মুরাদ ৪ উইকেট তুলে নেন।

জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি মুক্তিযোদ্ধার। ৩৪ রানে ২ উইকেট এবং ৭২ রানে ৪ উইকেট হারিয়ে ঈশান কোনে অজানা ভয়ের মেঘ তাড়া করে। পরবর্তীতে মোহামিনুল খান চৌধুরী  সৌরভের অপরাজিত ৬৪ রান ও অধিনায়ক ইমরুল করিমের ৪৩ রান সেই মেঘকে স্বস্তির বৃষ্টিতে পরিণত করেন।  

এই জয়ের ফলে লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩ খেলায় ৩ টিতে জয় ও পক্ষান্তরে ইস্পাহানি স্পোটিং ক্লাব ৩ ম্যাচের ৩ টিতে পরাজিত হয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:
ইস্পাহানি এসসি- ২০০/৯ (৫০ ওভার) রনি বেপারি ৭১, পরান ৩৪, ডিকি ২৩, নাবিল ১৪, তুহিন ১০; মুরাদ ৪/২৭।
মুক্তিযোদ্ধা কেসি- ২০১/৬ (৪৮.৫ ওভার) সৌরভ ৬৪*, ইমরুল ৪৩, ইনজামাম ২৩, মেহেদী ২২, জাকারিয়া ১৮, আল আমিন ১২; তুহিন ৩/২৮।

শুক্রবার (৮ মার্চ) একই ভেন্যুতে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও শহীদ শাহজাহান সংঘ। এরমধ্যে ব্রাদার্স আগের দুই ম্যাচে জয় পেলেও এখনো জয়ের দেখা পায়নি শাহজাহান সংঘ।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন