অক্টোবরের মাঝামাঝিতে শুরু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সামনে বাকি নেই বেশি দিন। তার আগে দুঃসংবাদ পেলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে চলে গেছেন সাকিব। আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীর কাছে হারিয়েছেন শীর্ষস্থান।
বুধবার (২৮ সেপ্টেম্বর) আইসিসির হালনাগাদকৃত র্যাংকিংয়ের তথ্য অনুযায়ী জানা গেছে সাকিবকে হটিয়ে শীর্ষে ফিরেছেন নবী। সেক্ষেত্রে ২৪৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাংকিংয়ে এখন শীর্ষে অবস্থান নবির।
২৪৩ রেটিং নিয়ে সাকিব আল হাসান অবস্থান করছেন নাম্বার দুইতে। তিনে আছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি, তার রেটিং পয়েন্ট ২২১।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়ে ব্যাটিংয়ে নিজের এক নম্বর জায়াগা আরো পোক্ত করেছেন পাকিস্তানি উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। অবশ্য র্যাংকিংয়ে নিজের দুই নম্বর পজিশন হারিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার জায়গা দখল করেছেন বর্তমান সময়ের ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব।