সৌদি আরবের কল্যাণে এশিয়ায় এখন তারকা ফুটবলারদের মেলা। নেইমার, রোনালদো, বেনজেমারা এখন এশিয়ার ফুটবলার। যেকোনো সময় চলে আসতে পারেন লিভারপুলের প্রাণভোমরা মোহাম্মদ সালাহ্ও। শুধু সৌদি আরবই নয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে খেলার জন্য বিশ্বসেরা এসব ফুটবলারকে খেলতে হবে পুরো এশিয়াজুড়ে। তারই অংশ হিসেবে ভারতে খেলতে আসবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্রুপে নেইমারের আল হিলাল পড়েছেনে ভারতের ক্লাব মুম্বাই সিটির সঙ্গে। সে কারণেই ভারতে খেলতে আসতে হবে সাবেক বার্সা, পিএসজি ফুটবলারকে। ড্র হওয়ার পরই সবার চোখ ছিল নেইমারের ভারতে খেলতে আসার তারিখ জানার জন্য।
সেই তারিখটাও জানা গেলো। আগামী ৬ নভেম্বর ফিরতি ম্যাচ খেলতে ভারতে আসবে নেইমারের আল হিলাল। পুনেয় অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিশ্বকাপ ক্রিকেটের মধ্যেই ভারতে এসে খেলে যাবেন নেইমার।
আগামী ৬ নভেম্বর রাত ৮টায় (বাংলাদেশ সময়) পুনের বালেওয়াড়ি স্টেডিয়ামে নেইমারদের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি। এর আগের দিনই বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে কলকাতায়।
চ্যাম্পিয়ন্স লিগে যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে মুম্বাই প্রথম ম্যাচ খেলবে ১৮ সেপ্টেম্বর। সেদিন ঘরের মাঠে তারা মুখোমুখি হবে ইরানের নাসাজি। ৩ অক্টোবর উজবেকিস্তানের নমঙ্গনে ওই দেশের ক্লাব নাভবাহরের বিরুদ্ধে খেলবে তারা। ২৩ অক্টোবর নেইমারের আল হিলালের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে মুম্বাইয়ের। ওই ম্যাচটি হবে রিয়াদে।
৬ নভেম্বর পুনেয় খেলবে আল হিলাল এবং মুম্বাই। এরপর ফের মুম্বাইয়ের অ্যাওয়ে ম্যাচ। নাসাজির বিরুদ্ধে তেহরানের আজাদি স্টেডিয়ামে ২৮ নভেম্বর ম্যাচ খেলবে তারা। মুম্বাইয়ের শেষ ম্যাচ ঘরের মাঠে নাভবাহরের বিরুদ্ধে। ওই খেলা হবে ৪ ডিসেম্বর।
উল্লেখ্য, নেইমারের এখনও আল হিলালের হয়ে অভিষেক হয়নি। চোট রয়েছে তার। তবে আগামী এক মাসের মধ্যেই অভিষেক হতে পারে। অঘটন না হলে চ্যাম্পিয়ন্স লিগেও খেলার সমস্ত সম্ভাবনা রয়েছে তার।