বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে হার দিয়ে শুরু চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক

১৫ মার্চ ২০২৫, ১১:১২ অপরাহ্ন

ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে হার দিয়ে শুরু চট্টগ্রামের

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চট্টগ্রামের দৈন্যদশা দূর হয়নি। গতবার টানা হেরে টায়ার ওয়ান থেকে অবনমন হয়ে টায়ার টুতে নেমে যায় চট্টগ্রাম জেলা। টায়ার টু-তে এবারের প্রথম ম্যাচেও হারের বৃত্তে রয়ে গেছে চট্টগ্রাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বে রাজশাহীতে অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় চট্টগ্রাম ২ উইকেটে পরাস্ত হয় গাজীপুর জেলার কাছে। 

শনিবার (১৫ মার্চ) টসে জিতে চট্টগ্রাম জেলা প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান তুলে। জবাবে গাজীপুর জেলা ৪৯.৩ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলে নেয়। 

চট্টগ্রামের পক্ষে কফিল উদ্দিন ২৫, বাপ্পা ৪১, ওমর ১৮,কাজী কামরুল ১৮, আরমান হোসেন ২০ ও শোয়েব ১০ রান করেন। সর্বোচ্চ রান আসে রুবেলের ব্যাট থেকে। তিনি ৫০ রান করেন। এছাড়া তন্ময় ১৪ রান করে অপরাজিত থাকেন। 

গাজীপুরের পক্ষে রায়হান এবং ইসমাইল ২টি করে উইকেট নেন। মাজহারুল নেন ৩টি উইকেট। 

জবাবে গাজীপুরের পক্ষে ওপেনার রাফায়েল তানজিদ ৬৬ রান করেন। শেষদিকে আল আমিন ৬৬ রানে অপরাজিত থেকে ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়ে। 

এছাড়া জাকির ৩৪, রায়হান ১৭, ইসমাইল ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। 

চট্টগ্রামের পক্ষে সাজিদ রিফাত ৪টি,এবি রুবেল ২টি,তন্ময় দিপু এবং আরমান ১টি করে উইকেট নেন।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন