ফ্রেন্ডস ক্লাবের সাথে লজ্জাজনক রেকর্ডের শিকার হয়ে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে আবারও ম্যাচ হারলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। প্রথম রাউন্ডে ইস্পাহানি একাদশের সাথে টাই করার পর দ্বিতীয় রাউন্ডে তারা হেরে গিয়েছিল ব্রাদার্স ইউনিয়নের কাছে।
অন্যদিকে, তিন খেলায় ফ্রেন্ডস ক্লাবের এটি পথম জয়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৮.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সজিব মিয়া একমাত্র দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। বাকিদের রান টেলিফোন ডিজিটের মতো।
বন্দরকে লজ্জা উপহার দেওয়ার পেছনে মূল কারিগর ফ্রেন্ডসের প্রথম চার বোলার। সবাই রান খরচে কিপ্টেমি দেখিয়ে তুলে নেন একাধিক উইকেট। এরমধ্যে মেহেদী ও সাঈদ সরকার নেন ৩টি করে উইকেট। জোড়া উইকেট শিকার করেন মেহরাব জসি ও ইমন।
মাত্র ৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফ্রেন্ডস ক্লাব ৪ উইকেট হারিয়ে ফেললেও জয় পেতে বেগ পেতে হয়নি। ১৪.২ ওভারেই জয়ের বন্দরে নোঙর ফেলে ফ্রেন্ডস ক্লাব।
সাঈদ সরকার ৭ বলে ২টি করে চার ও ছয়ে ফ্রেন্ডসকে দ্রুত জয় এনে দেন। এ-সময় আব্দুল্লাহ ওমর ১৯ রানে অপরাজিত ছিলেন।