বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ফ্লাইট মিসে বিশ্বকাপই মিস হয়ে গেল হেটমায়ারের

দেশ স্পোর্টস ডেস্ক

০৪ অক্টোবর ২০২২, ১০:১৭ পূর্বাহ্ন

ফ্লাইট মিসে বিশ্বকাপই মিস হয়ে গেল হেটমায়ারের

কোনো কারণে বিমান মিস হলে বিশ্বকাপ দলে হেটমায়ার তাঁর জায়গা হারাতে পারেন, এমন কিছু আগেই জানানো হয়েছিল শিমরন হেটমায়ারকে

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন শিমরন হেটমায়ার। কারণটা অবশ্য চোট কিংবা মাঠের খেলার সঙ্গে সম্পর্কিত নয়। অস্ট্রেলিয়া যাওয়ার পুনর্নির্ধারিত ফ্লাইটে শিমরন হেটমায়ার সময়মতো না পৌঁছানোয় তাঁকে দল থেকে বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না হেটমায়ারকে। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ারের জায়গায় ডাক পেয়েছেন শামার ব্রুকস।

সিপিএল শেষে গত শনিবার ওয়েস্ট ইন্ডিজ দল অস্ট্রেলিয়ার বিমান ধরে। সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়কত্ব করা হেটমায়ার ব্যক্তিগত কারণে শনিবার না গিয়ে সোমবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বোর্ড তা মেনে নিয়ে সোমবারের টিকিট বুকিং দেয়। কিন্তু হেটমায়ার দলকে জানিয়ে দেন, পারিবারিক কারণে তিনি সোমবারের বিমানও ধরতে পারছেন না।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, ‘ফ্লাইট পাওয়া তো অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, তবে সোমবারে গায়ানা থেকে তাঁর জন্য একটি আসন পাওয়া গিয়েছিল। যদিও তিনি ৫ অক্টোবর মেট্রিকন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারতেন না। কিন্তু সোমবার সকালে হেটমায়ার ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামসকে জানিয়েছেন, বিকেলে নিউইয়র্কের ফ্লাইটের জন্য তিনি সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারবেন না।’

কোনো কারণে বিমান মিস হলে বিশ্বকাপ দলে হেটমায়ার তাঁর জায়গা হারাতে পারেন, এমন কিছু আগেই জানানো হয়েছিল এই বাঁহাতি ব্যাটসম্যানকে। এমনটাই দাবি করেছেন জিমি অ্যাডামস, ‘পারিবারিক কারণে শিমরনের ফ্লাইট শনিবার থেকে সোমবার পরিবর্তন করার সময় আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম, আবার কোনো কারণে দেরি হলে এবং অস্ট্রেলিয়ায় যাওয়ার বিমান ধরতে না পারলে দলে সে জায়গা হারাতে পারে। কারণ, আমরা এত বড় বৈশ্বিক টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আপস করতে রাজি না।’

অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথম রাউন্ডে তারা খেলবে স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন