বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা চট্টগ্রাম নগরের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া ও মো. কফিল উদ্দিনের সঞ্চালনায় অতিথি ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সিডিএফএ সভাপতি শহীদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, বনফুর লিমিটেড এর জিএম আমানুল আলম, সিজেকেএস ভারপ্রাপ্ত ফুটবল সম্পাদক আকতারুজ্জামান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজমুল হক, ডিউক, হাসান মুরাদ বিল্পব ও শৈবাল দাশ সুমন।
উদ্বোধনী দিনে উভয় বিভাগের প্রথম রাউন্ডের ১০টি খেলা সম্পন্ন হয়েছে। এতে বঙ্গবন্ধু ফুটবলের প্রথম খেলায় লোহাগাড়া উপজেলার কুলপাগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে নগরের বাকলিয়া ঘাটকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, দ্বিতীয় খেলায় রাঙ্গুনীয়া উপজেলার চন্দ্রঘোনা সপ্রাবি ৫-০ গোলে নগরের হালিশহর হাউজিং এস্টেট সপ্রাবিকে, তৃতীয় খেলায় সাতকানিয়া উপজেলার ঢেমশা সপ্রাবি ৭-০ গোলে মিরসরাই উপজেলার উত্তর কাটাছরা সপ্রাবিকে, চতুর্থ খেলায় ডবলমুরিং থানার টিকেটপ্রিন্টিং প্রেস কলোনী সপ্রাবি ২-০ গোলে বন্দর আনন্দ বাজার সপ্রাবিকে এবং পঞ্চম খেলায় বাঁশখালী উপজেলার পুর্ব বাহার ছড়া সপ্রাবি টাইব্রেকারে ৩-২ গোলে কর্ণফুলীর চরলক্ষ্যা সপ্রাবি পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।
অন্যদিকে বঙ্গমাতা ফুটবলের প্রথম খেলায় লোহাগাড়া উপজেলার মধ্য পুটিবিলা সপ্রাবি ৩-০ গোলে নগরে মোহরা জামেউল উলুম সপ্রাবিকে, দ্বিতীয় খেলায় রাঙ্গুনীয়া উপজেলার ঘাটচেক সপ্রাবি ২-০ গোলে নগরের হালিশহর হাউজিং এস্টেট সপ্রাবিকে, তৃতীয় খেলায় মিরসরাই উপজেলার পশ্চিম মায়ানী হাজী পাড়া নুরীয়া সপ্রাবি ৩-১ গোলে সাতকানিয়ার মধ্য রূপকানিয়া সপ্রাবিকে ,চতুর্থ খেলায় ডবলমুরিং থানার লালখান বাজার সপ্রাবি ৫-০ গোলে বন্দর থানার জোনাব আলী সপ্রাবিকে এবং পঞ্চম খেলায় বাঁশখালী উপজেলার খুদুকখালী সপ্রাবি ১-০ গোলে কর্ণফুলীর খোয়াজ নগর আজিম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
আজ উভয় বিভাগের আটটি করে মোট ষোলটি খেলা অনুষ্ঠিত হবে।