জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে আরও আটটি খেলা নিষ্পত্তি হয়।
রোববার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় নগরের পাঁচলাইশ আলহাজ এম নাজের সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-২ গোলে সীতাকুণ্ডের মাদামবিবির হাট সপ্রাবিকে, দ্বিতীয় খেলায় পটিয়ার চক্রশালা মাতঙ্গিনী সপ্রাবি ২- ০ গোলে হাটহাজারীর ফটিকা রহমানিয়া সপ্রাবিকে, তৃতীয় খেলায় ফটিকছড়ি রাঙ্গাপানি চা বাগান সপ্রাবি ২-০ গোলে বোয়ালখালী শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন সপ্রাবিকে এবং চতুর্থ খেলায় লোহাগাড়া উপজেলা কুলপাগলী সপ্রাবি দল টাইব্রেকারে ৪-৩ গোলে কোতোয়ালী থানা সরকারি ন্যাশনাল সপ্রাবিকে হারিয়ে পরের রাউন্ডে খেলা নিশ্চিত করে।
এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গতকাল প্রথম খেলায় পাঁচলাইশ হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সীতাকুণ্ডের অলি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, দ্বিতীয় খেলায় পটিয়া উত্তর হরনা সপ্রাবি ৩-০ গোলে হাটহাজারী ফতেয়াবাদ রামকৃষ্ণ সপ্রাবিকে, তৃতীয় খেলায় ফটিকছড়ি জুজখোলা সপ্রাবি ৫-৩ গোলে বোয়ালখালী দক্ষিণ কড়লডেঙ্গা সপ্রাবিকে এবং চতুর্থ খেলায় লোহাগাড়ার মধ্য পুটিবিলা সপ্রাবি ৪-০ গোলে কোতোয়ালী থানার পাথরঘাটা এসএম সপ্রাবিকে হারিয়ে পরের রাউন্ডে উন্নীত হয়।
আজ ২য় রাউন্ডে ৪টি করে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল হবে কোয়ার্টার ফাইনাল।
আহশা