বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

ব্যাটিং ব্যর্থতার পরও সোহাগের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামের দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

ব্যাটিং ব্যর্থতার পরও সোহাগের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামের দ্বিতীয় জয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক পর্বে চট্টগ্রাম জেলা দলের ব্যাটিং ব্যর্থতা চলছেই। তবে, এর মাঝেও বোলারদের দাপটে জয়েরবৃত্তেই রয়েছে চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা দলের টানা দ্বিতীয় জয়টি এসেছে মূলত সোহাগের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সের উপর ভর করে। সোহাগ ব্যাট হাতে মহামূল্যবান ১৯ রান করার পর বল হাতে তুলে নেন প্রতিপক্ষের ৫ উইকেট!   

শুক্রবার (১৩ ডিসেম্বর) চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম জেলা দল ৩৯ রানে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে পরাজিত করে।  টসে জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম জেলা দল শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। উদ্বোধনী ব্যাটার প্রিয়ম একপ্রান্ত ধরে রাখলেও অপর প্রান্তে কেউই দাঁড়াতে পারেননি। ফলে ৩৮ ওভারের মাথায় মাত্র ১১৫ রানে অলআউট হয় চট্টগ্রাম। দলের ইনিংসে সর্বোচ্চ ২৭ রান আসে অতিরিক্ত থেকে। চট্টগ্রামের ব্যাটারদের মধ্যে দু’জন মাত্র দুই অংকের ঘরে যেতে পেরেছে। তাদের মধ্যে ওপেনার প্রিয়ম করেছে ২৩ রান। চারে নামা সোহাগের ব্যাট থেকে আসে ১৯ রান। ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের পক্ষে ২৪ রানে ৪টি উইকেট নেন তারেক। 

১১৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাহ্মনবাড়িয়া জেলা দল ১০ রানে প্রথম উইকেট হারায়। দলের দুই ওপেনারই আউট হন রান আউটের শিকার হয়ে। তবে প্রথম ওপেনার মাকদুম ৪ রান করে ফিরলেও অপর ওপেনার আপন করে দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান। এরপর সোহাগ বল হাতে নিয়ে জাদু দেখাতে থাকেন। টানা পাঁচ ব্যাটারকে ফেরান এই তরুণ। মুলত তার ঘূর্ণির মুখে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার পরের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি উইকেটে। ফলে ৩৩.৫ ওভারে ৭৬ রান করে অল আউট হয়ে যায় তারা।

চট্টগ্রাম জেলা দলের পক্ষে সোহাগ ৮ ওভার বল করে ২টি মেডেন সহ ১১ রান দিয়ে নিয়েছে ৫ উইকেট। 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন