শৃঙ্খলাজনিত কারণে চেলসির সঙ্গে কদিন আগে ১-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রয়ের ম্যাচে দলে ছিলেন না। মাঠে ফিরলেন এবং গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপা লিগে শেরিফ টিরাসপোলের বিপক্ষে ৩-০ গোলে জয়ের দেখা পেয়েছে মানচেস্টার ক্লাব।
বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউর অন্য দুটি গোল করেন ডিওগো ডালোট ও মার্কাস র্যাশফোর্ড। এরিক টেন হ্যাগের দল ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নকআউট প্রায় নিশ্চিত করে ফেলেছে ইংলিশ ক্লাবটি।
মলদোভান প্রতিপক্ষের জালে আধঘণ্টার মাথায় গোল পেতে পারতো ম্যানইউ। ৩০ মিনিটে রোনালদোর হেড ফিরিয়ে দেন মাকসিম কোভাল। প্রথমার্ধে ম্যানইউর ১৩ শটের মধ্যে লক্ষ্যে নেওয়া পাঁচ শট ঠেকানো গোলকিপার পরাস্ত হন ডালোটের কাছে।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রোনালদোর আরেকটি শট গোলবারের উপর দিয়ে যায়। সিআরসেভেন কিছুক্ষণ পর জাল কাঁপালেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন।
লুক শয়ের বাড়ানো বলে র্যাশফোর্ড হেড করে ব্যবধান দ্বিগুণ করেন। শেরিফের বিপক্ষে তাতে জয় সুনিশ্চিত হয়।
কিন্তু রোনালদো তার ফেরা স্মরণীয় করতে মরিয়া ছিলেন। তার হেড ফিরে এলে ফিরতি শটে গোল করেন।
‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডকে শেষ ষোলোতে ওঠার জন্য চ্যাম্পিয়নস লিগের তৃতীয় কোনও একটি দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে।