বাংলাদেশকে বড় কোনো জুটিই গড়তে দিচ্ছে না ভারত। জুটি গড়ে উঠলেই আঘাত হানছে বাংলাদেশ শিবিরে। সাকিবের বিদায়ের পর মুশফিকও ভালো শুরুর পর বিদায় নিয়েছেন। তবে সতীর্থদের এমন আসা-যাওয়ার মাঝেই স্বস্তির এক ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল হক।
দ্বিতীয় সেশনের শুরুতে সাকিব বিদায় নিয়েছিলেন। এরপর মুশফিককে সঙ্গে নিয়ে জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু স্কোরের আশা দেখাচ্ছিলেন মুমিনুল হক।
তবে সে আশা টিকল না বেশিক্ষণ। দলীয় ১৩০ রানে মুশফিক ফেরেন। জয়দেব উনাদকাটের বলে উইকেটের পেছনে ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরলে ভাঙে এখন পর্যন্ত ইনিংস-সর্বোচ্চ ৪৮ রানের জুটি।
তার বিদায়ের পর মুমিনুল তার ক্যারিয়ারের ১৬তম ফিফটি তুলে নিয়েছেন। সবশেষ ফিফটিটা মুমিনুল পেয়েছিলেন চলতি বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে। এরপর ১০ ইনিংসে মুমিনুল ফিফটি পাননি, দুই অঙ্কেই পৌঁছুতে পেরেছেন মোটে একবার। ভারতের বিপক্ষে আজকের ফিফটিটা যে তাকে স্বস্তি দেবে, তা আর বলতে!