শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

মেসিদের বিপক্ষে সম্মিলিত সৌদি দলকে নেতৃত্ব দেবেন রোনালদো

দেশ স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি ২০২৩, ১২:১৪ অপরাহ্ন

মেসিদের বিপক্ষে সম্মিলিত সৌদি দলকে নেতৃত্ব দেবেন রোনালদো

সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক হচ্ছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের দল প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে। আগামী ১৯ জানুয়ারি কিং ফাহাদ স্টেডিয়ামে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে আল নাসের ও আল হিলালের সম্মিলিত দল রিয়াল এসটি একাদশকে নেতৃত্ব দেবেন সিআরসেভেন।

গত ১ জানুয়ারি আল নাসেরের সঙ্গে চুক্তির পর এটাই হবে রোনালদোর প্রথম ম্যাচ। ২০২০ সালের ডিসেম্বরে সবশেষ মেসির মুখোমুখি হয়েছিলেন তিনি। ওইবার চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের হয়ে বার্সার মেসির সামনে দাঁড়ান রোনালদো এবং করেন জোড়া গোল। দুই বছরেরও বেশি সময়ের পর বর্তমানকালের দুই সেরা ফুটবলারের আসন্ন লড়াই উত্তেজনা ছড়াচ্ছে।

৬৮ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে মেসি ও রোনালদোর লড়াই দেখতে ২০ লাখের বেশি টিকিটের আবেদন পড়েছে। কাদের টিকিট দেওয়া হবে, সেটা নিয়েই কর্তৃপক্ষ পড়ে গেছে ঝামেলায়। রিয়েল এস্টেটের এক কর্মকর্তা ২২ কোটি টাকা দিয়ে ‘বেয়ন্ড ইমাজিনেশন’ টিকিট নিশ্চিত করেছেন। তিনি পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে পারবেন এবং ছবিও তুলবেন। পরে ড্রেসিংরুমেও দুই তারকার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন