মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

মোহামেডানকে হারিয়ে অবশেষে জয়ের দেখা পেল শাহজাহান সংঘ

ক্রীড়া প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

মোহামেডানকে হারিয়ে অবশেষে জয়ের দেখা পেল শাহজাহান সংঘ

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শহীদ শাহজাহান সংঘ। দুটি দলের পেছনেই আছে ঐতিহ্যবাহী সংগঠনের সাইনবোর্ড। কিন্তু চলতি সিজেকেএস ইস্পাহানী প্রিমিয়ার ক্রিকেট লিগে এই দু’দলের অবস্থা বেশ নাজুক। প্রথম ছয় ম্যাচে মোহামেডান এক জেয় পেলেও ছয় ম্যাচের ছয়টিতেই জয়শূন্য ছিল শহীদ শাহজাহান সংঘ। তাই এই দু’দলের লড়াই মর্যাদার লড়াইয়ের পাশাপাশি ছিল প্রিমিয়ারে ঠিকে থাকারও লড়াই। আর সেই লড়াইয়ে মোহামেডানকে ১৪ রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল শাহজাহান সংঘ।  

মঙ্গলবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সকালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শহীদ শাহজাহান সংঘ ২৪৮ রানের ফাইটিং স্কোর সংগ্রহ করে। দলের পক্ষে শাহাদাৎ হোসেন ৫৭ রান, আবদুল্লাহ নাফিজ ৫৩ রান এবং অধিনায়ক আব্দুল কাদের রাসেল ৫০ রান করেন। 

মোহামেডানের হয়ে মো. শাহাদাৎ হোসেন ৪টি ও সাকলাইন সজিব ৩টি উইকেট লাভ করেন।

২৪৯ রানের জয়ের টার্গেটে মাঠে নেমে ধারাবাহিক উইকেটের পতনের মাঝে মোহামেডান স্পোর্টিং ক্লাব সমান তালে এগিয়ে গেলেও নিজেদের শেষ রক্ষা করতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে অলআইট হয়ে যায় ২৩৪ রানে। দলের পক্ষে রুবায়েত খান আফ্রিদী করেন সর্ব্বোচ ৭১ রান। তাছাড়া তানভীর শাদাত কিং করেন ৪৯ রান। 

শহীদ শাহজাহান সংঘের নবীন ইসলাম ৪টি, আফান মাহাবুব ৩টি ও মাহানুর রহমান ২টি উইকেট লাভ করেন।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন