দাপুটে জয় দিয়ে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করেছিল শিরোপা প্রত্যাশী পাইরেটস অব চিটাগাং। কিন্তু দ্বিতীয় ম্যাচে হোঁচট খায় আগ্রাবাদ নওজোয়ান থেকে। তাই তৃতীয় ম্যাচটি তাদের জন্য ছিল আবারও রেসে ফিরার।
পাইরেটসের প্রতিপক্ষ রাইজিং স্টার ছিল পর পর দু'ম্যাচে জয় পাওয়া দল। তাই মাঠের লড়াই কেমন হয় সেটি দেখার জন্য শনিবার (৯ মার্চ) সবার চোখ ছিল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই লড়াইয়ে তারা রাইজিং স্টার ক্লাবকে ৪৯ রানে পরাজিত করে।
সকালে ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে পাইরেটস অব চিটাগাং ৭ উইকেটে সংগ্রহ করে ২২৯ রান।
দলের পক্ষে ওমর হাসান অপরাজিত সব্বোর্চ ৫৬ রান করেন। এছাড়া, রাতুল আরফিন রাজিন ৩৬, সাদ্দাম হোসেন ৩৪, শাহাদাত হৃদয় ৩৩, পাটোয়ারী ২৬, মোহাম্মদ রুকন ১৮ এবং শাকির শুভ ১৬ রান করেন।
রাইজিং স্টারের হয়ে বল হাতে আসাদ ৩টি ও রাজিব ২টি উইকেট লাভ করেন।
জবাবে ৪৬.২ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় রাইজিং স্টার ক্লাব। দলের পক্ষে শুভ দাশ সর্বোচ্চ ৫১ রান করেন। এছাড়া, আবির চৌধুরী আলবি ৪৩, হৃদয় ইসলাম ২৪, তারেক ১৮ এবং রিফাত ১৬ রান করেন।
পাইরেটসের হয়ে মো. রুবেল ৪ উইকেট এবং মহিউল তাহামিদ ৩ টি উইকেট লাভ করেন।
রোববার (১০ মার্চ) ৩য় রাউন্ডের শেষ খেলায় (কক্সবাজার ভেন্যুর শেষ ম্যাচ) চট্টগ্রাম মোহামেডান স্পোটিং ক্লাব মোকাবেলা করবে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের।