শনিবার, ২৭ জুলাই ২০২৪

শ্বাসরুদ্ধকর ম্যাচে আগ্রাবাদ নওজোয়ানের কাছে বন্দরের হার

ক্রীড়া প্রতিবেদক

১২ মে ২০২৪, ১১:০১ অপরাহ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে আগ্রাবাদ নওজোয়ানের কাছে বন্দরের হার

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শ্বাসরুদ্ধকর এক ম্যাচে বন্দর ক্রীড়া সমিতির বিরুদ্ধে জয় পেয়েছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব।

রোববার (১২ মে) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা বন্দরকে ৮ রানে পরাজিত করে। এই জয়ের ফলে লিগের ১০ম রাউন্ড শেষে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৫ জয় ও ৫ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে। অন্যদিকে, বন্দর ক্রীড়া সমিতি ৬ জয় ৪ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে।

সকালে টসে জিতে প্রথমে ব্যাট করে আগ্রাবাদ নওজোয়ান দলীয় ব্যাটসম্যান ইফতেখার সাজ্জাদ রনির ৭২ রান ও নাজিমুদ্দিন সাব্বিরের ৬৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রান করে। 

বন্দর ক্রীড়া সমিতির তন্ময় পাটোয়ারী ও সাজিদুল আলম রিফাত ২টি করে উইকেট লাভ করেন।

২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বেশ ভালভাবেই শুরু করে বন্দর। উদ্বোধনী জুটিতেই তারা পেয়ে যায় ১০১ রানের বড় সংগ্রহ। উদ্বোধনী ব্যাটসম্যান জসিম উদ্দিন ৫৮ রান করেন। অপর ওপেনার ফখরুল ইসলাম করেন ৪০ রান।

পরবর্তীতে ইকবাল বাহার (৪৩ রান) ছাড়া অন্য ব্যাটসম্যানরা তেমন একটা সুবিধা করতে না পারায় ৫ বল বাকি থাকতেই (৪৯.১ ওভারে) ২২৭ রানে গুটিয়ে যায় বন্দরের ইনিংস। 

আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের মঞ্জরুল আলম ৩১ রানে ৪টি এবং মাজহারুল ইসলাম ও ইফতেখার সাজ্জাদ নেন ২টি করে উইকেট। 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন