শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই বাংলাদেশ পৌঁছে যেতো ফাইনালে। কিন্তু হংকং সিক্সেস টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল শ্রীলঙ্কা। সেমিফাইনালে লঙ্কানদের কাছে ৩ উইকেটের হার মানতে হয় বাংলাদেশকে। আর তাতেই ফাইনালের টিকিট পেয়ে গেল লঙ্কানরা, টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ১০৪ রানের টার্গেট টপকাতে নেমে ৫.৫ ওভারের বেশি লাগেনি শ্রীলঙ্কার। ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
টসে জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে করতে পারে কেবল ১০৩। সব উইকেট হারানোর ফলে শেষ ওভারে একা ব্যাট করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১২ বলে ২৩ রানের ইনিংস খেলে দলের সংগ্রহ তিনি ছাড়িয়ে নেন একশো।
ওপেনার জিশান আলম অবশ্য ১১ বলে ৩৬ করে প্যাভিলিয়নে ফেরেন। আরেক ওপেনার আবদুল্লাহ আল মামুনের ব্যাট থেকে ৪ বলে আসে ১৬ রান। ইয়াসির আলি রাব্বি হয়েছেন ডাক। আবু হায়দার রনি করেন ১৮ রান। সোহাগ গাজী ২ বলেই নেন বিদায়, তবে শুরুটা করেছিলেন ছক্কা হাঁকিয়ে।
১০৪ রানের সহজ টার্গেট টপকাতে নেমে মোহাম্মদ সাইফউদ্দিনের করতে আসা প্রথম ওভার থেকেই শ্রীলঙ্কার ওপেনার সান্দুন ভিরাকডি তুলে নেন ২৫ রান। পরের ওভারে সোহাগ গাজী খরচ করেন ২১। আবু হায়দার রনি অ্যাকশনে এসে অবশ্য ভাঙেন লঙ্কানদের উদ্বোধনী জুটি।