শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

সিকান্দার রাজার রাজকীয় ব্যাটিংয়ে জয়ের ধারায় বাংলা টাইগার্স

ক্রীড়া প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন

সিকান্দার রাজার রাজকীয় ব্যাটিংয়ে জয়ের ধারায় বাংলা টাইগার্স

প্রথম ম্যাচে ডারবান উলভসে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে জিম আফ্রো টি-১০ এ যাত্রা শুরু করেছিল জোবার্গ বাংলা টাইগার্স। যদিও দ্বিতীয়-তৃতীয় ম্যাচে এসে হেরে যায় তারা। তবে চতুর্থ ম্যাচে এসে বাংলা টাইগার্সকে দাপুটে এক জয়ে উপহার দিল দলটির দলনায়ক সিকান্দার রাজা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জোবার্গ বাংলা টাইগার্স। ক্যাপটাউন স্যাম্প আর্মি ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি। তাও বাংরা টাইগার্সের এডাম মিল্ন এর শেষ ওভারে ১৭ রান নেয়ার সুবাদে তারা এই সংগ্রহ করে।

৮৮ রান তাড়া করতে গিয়ে ২ ওভারেই বাংলা টাইগার্স হারিয়ে ফেলে কুশল পেরেরা ও ক্রিস লিনের উইকেট। দলের রান তখন মাত্র ২। এরপর ১৬ রানের মাথায় বিদায় নেন হজরুতুল্লাহ জাজাইও। এরপর চারে ব্যাট করতে নেমে নিজের ব্যাটকে তরবারি বানিয়ে চার-ছয়ের ফুলঝুড়ি ছড়িয়ে দলকে দারুণ এক জয় এনে দেন বাংলা টাইগার্সের অধিনায়ক সিকান্দার রাজা। 

একা একটি ম্যাচ কীভাবে জেতাতে হয় সেটিরই প্রদর্শনী ছিল রাজার রাজকীয় ব্যাটিংয়ে। মাত্র ৩০ বলে অর্ধ ডজন চার আর চার ছয়ে ৬২ রান করে ৮ বল বাকি থাকতেই দলের জয় নিয়ে মাঠ ছাড়েন রাজা। দলের বাকি ব্যাটারদের মধ্যে আসালঙ্কা মাত্র ১২ রান করেন। 

এই জয়ের ফলে চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে জোবার্গ বাংলা টাইগার্স। 

আজ নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯:১৫ মিনিটে বুলাওয়ে ব্রেভ জাগোয়ার্সের মুখোমুখি হবে জোবার্গ বাংলা টাইগার্স। 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন