বিসিবি পরিচালক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিজেকেএস অনুর্ধ-১২ ক্রিকেট ফেস্ট অত্যন্ত সফলতার সাথে শেষ হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে আয়োজিত ক্ষুদে ক্রিকেটারদের এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আলহাজ দস্তগীর চৌধুরী একাদশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দস্তগীর চৌধুরী একাদশ এক উইকটে হাজি কামাল একাদশকে পরাজিত করে।
তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ ও উপভোগ্য ফাইনালের সেরা খেলোয়াড় দস্তগীর চৌধুরী একাদশের সাইদ (২৮ রান এবং ২ উইকেট), প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী হাজি কামাল একাদশের হাবিব (৮ উইকেট), সর্বোচ্চ রান সংগ্রহকারী উইসুফ গনি চৌধুরী একাদশের আওসাফ (১১১ রান), প্রতিযোগিতার সেরা খেলোয়াড় রফিক আহমেদ চৌধুরী একাদশের আরশাদুল হক (১০১ রান ও ১ উইকেট)।
অনুষ্ঠানে সেরা নৈপূণ্য প্রদর্শনকারী খেলোয়াড়বৃন্দকে সুদৃশ্য ক্রেস্টের পাশাপাশি আ জ ম নাছির উদ্দীন প্রাইজমানিও প্রদান করেন। এছাড়াও চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
চট্টগ্রামের প্রতিভাবান বয়সভিত্তিক ক্রিকেটার অন্বেষণ করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে মানসম্পন্ন খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪দিন ব্যাপী আয়োজিত এই ক্রিকেট ফেস্ট-এ চট্টগ্রামের অনূর্র্ধ্ব-১২ বছর বয়সী প্রায় ১৫০ জন ক্ষুদে ক্রিকেটার অংশগ্রহণ করে।
চট্টগ্রামের প্রথিতযশা সাবেক ১২ জন কৃতি ক্রীড়া সংগঠক দস্তগীর চৌধুরী, হাজি কামাল, আবু তাহের পুতু, রফিক আহমেদ চৌধুরী, ডা. কামাল এ খান, ইউসুফ গনি চৌধুরী, শাহেদ আজগর চৌধুরী, রাশেদ আজগর চৌধুরী, সেলিম আবেদীন চৌধুরী, শামসুল আবেদীন চৌধুরী, এম এ হামিদ ও কামাল উদ্দিন আহমেদ এর নামে ১২টি দল গঠন করে ৩টি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা আয়োজন করা হয়।
প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি, বিসিবি পরিচালক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ্ চৌধুরী, বিসিবি ভেন্যু ম্যানেজার, সাবেক জাতীয় ক্রিকেটার ফজলে বারী খান রুবেল, বিসিবির বিভাগীয় কোচ মোমিনুল হক, ক্রিকেট কোচ মাসুম উদ-দৌলা, জেলা কোচ মাহবুবুল করিম মিঠু, ক্রিকেট কোচ রেজাউল করিম রাজিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন প্রতিযোগিতা থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে দীর্ঘ মেয়াদী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দেরকে প্রশিক্ষণের আওতায় আনার ঘোষণা প্রদান করেন। আগামী ৫ বছরের মধ্যে চট্টগ্রাম থেকে জাতীয় মানের ক্রিকেটার তুলে আনতে যথাযথভাবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প ও প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ক্রিকেট উন্নয়নে সকল প্রকার কার্যক্রম পরিচালনার আশ্বাস ব্যক্ত করে তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস তৃণমূল থেকে ক্রিকেটার তৈরীর লক্ষ্যে দীর্ঘ মেয়াদী ক্রিকেট প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করায় দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক আ জ ম নাছির উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিসিবি বিভাগীয় কোচ মমিনুল হকের তত্বাবধানে ১২টি দলে প্রতিটিতে কোচ হিসেবে কাজ করেছেন স্থানীয় ক্রিকেট কোচ ফারুক হোসেন টিটু, রাশেদ খান, কাজল নাথ, নজরুল ইসলাম রবিন, মো. ফয়জুল্লাহ সুমন, আশরাফ নাহিদ, মমিন খন্দকার, রাজ কুমার, আবু নেওয়াজ লিখন, কাজি রবি, সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম খালেদ, হাসান মুরাদ, মো. আসিফ, রায়হান প্রমুখ।
সংক্ষিপ্ত স্কোর
হাজি কামাল একাদশ: ১৬৫/৭, ২০ ওভার। তানভির-৪৬, আয়ান ৩৪, মিশু ১২, ওয়াসি ৮, পাপন ৯, হাবিব ৩১, মুশফিক ১২। মানসিফ ৩/২৪, সাইদ ২/২৩।
দস্তগীর চৌধুরী একাদশ: ১৬৬/৯, ২০ওভার। ওমর-৪৪, আওসাফ ৩০, সাবিক ২৩, সাইদ ২৮, মেসবাহ ১৭। সিয়াম ১/ ৩১, পাপন ২/ ৪১, আহনাফ ১/২৩, তানভির ২/২৪।