শনিবার, ১২ অক্টোবর ২০২৪

১১১৫ দিন পর রিজওয়ানের কাছে জায়গা হারালেন বাবর

দেশ স্পোর্টস ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৩ অপরাহ্ন

১১১৫ দিন পর রিজওয়ানের কাছে জায়গা হারালেন বাবর

শেষ অব্দি শীর্ষস্থান হারালেন বাবর আজম। তাকে পেছনে ফেললেন তারই সতীর্থ ওপেনিং পার্টনার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গায় উঠলেন তিনি। গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সেই নাম্বার ওয়ান হয়ে গেলেন রিজওয়ান। সংযুক্ত আরব আমিরাতে চলমান টুর্নামেন্টে রিজওয়ান তুলেছেন ১৯২ রান। ব্যাট হাতে দাপট দেখিয়েই পেছনে ফেললেন বাবরকে। হংকং ও ভারতের বিপক্ষে হাফসেঞ্চুরি করেন রিজওয়ান। 

সময়ের হিসাব বলছে লম্বা সময় পর শ্রেষ্টত্ব হারালেন বাবর। ১১৫৫ দিন ধরে রেখেছিলেন শীর্ষস্থান। এবার ৭৯৪ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেলেন তিনি। রিজওয়ান ৮১৫ নিয়ে বনে গেলেন টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটসম্যান। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রামের রেটিং পয়েন্ট ৭৯২। চারে ভারতের সূর্যকুমার যাদব।

টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। এরপরই যথাক্রমে দক্ষিণ আফ্রিকার তাবারেজ শামসি, ইংল্যান্ডের আদিল রশিদ ও আফগানিস্তানের রশিদ খান। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন