শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

১৮ দিনের বিরতির পর শনিবার ফের শুরু চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২৪, ১০:০২ অপরাহ্ন

১৮ দিনের বিরতির পর শনিবার ফের শুরু চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগ

প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে বিরতি না আনতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) একটি রাউন্ডের খেলা আয়োজন করেছিল কক্সবাজারে। এরপরও শবে ক্বদর ও ঈদুল ফিতর মিলে বাধ্য হয়ে ১৮ দিন বন্ধ রাখতে হয় লিগের খেলা। লম্বা বিরতির পর আগামী ২০ এপ্রিল (শনিবার) থেকে আবারও মাঠে গড়াচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট লিগ চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন।

বিরতির আগে লিগের এগার রাউন্ডের মধ্যে ছয় রাউন্ডের খেলা শেষ করা হয়েছিল। ষষ্ঠ রাউন্ড শেষে সবকটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। সমসংখ্যক ম্যাচ জিতেও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) নিট রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। 

লিগের সপ্তম রাউন্ড শুরু হবে চট্টগ্রাম আবাহনীর ম্যাচ দিয়ে। তাদের প্রতিপক্ষ পাইরেটস অব চিটাগাং এরই মধ্যে তিন ম্যাচে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। তবুও ২০ এপ্রিল অনুষ্ঠিতব্য এই দুই দলের ম্যাচটি ঘিরে চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে বেশ উত্তেজনার দেখা মিলছে। 

আবাহনী-পাইরেটসের ম্যাচের পাশাপাশি সপ্তম রাউন্ডে বাকি ম্যাচগুলোর গুরুত্বও কোনাংশে কম নয়। ২১ এপ্রিল মুখোমুখি হবে লিগের রানার্স আপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা এবং রাইজিং স্টার ক্লাব। এরই মধ্যে একটি ম্যাচে হেরেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। তাই এই ম্যাচটি তাদের জণ্য বেশ গুরুত্বপূর্ন। 

সপ্তম রাউন্ডের তৃতীয় ম্যাচে মাঠে নামবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ আরেক শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। যদিও একটি ম্যাচে হেরে গেছে ব্রাদার্স ইউনিয়ন। তাই শিরোপা রেসে থাকতে হলে ব্রাদার্সের এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। অপরদিকে এই ম্যাচে যদি মুক্তিযোদ্ধ সংসদ ক্রীড়া চক্র জিততে পারে তাহলে তারা শিরোপা জয়ের পথে বড় একটি বাধা টপকাবে।

এই রাউন্ডের পরের তিনটি ম্যাচ আরও গুরুত্বপূর্ণ। কারন এই তিন ম্যাচে মুখোমুখি হবে রেলিগেশন শংকায় থাকা দলগুলো। যেখানে রাউন্ডের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে শহীদ শাহজাহান সংঘ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের ছয় ম্যাচে মোহামেডান একটি ম্যাচে জিতলেও শাহজাহান সংঘ এখনো জয়ের মুখ দেখেনি। 

পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ইস্পাহানী স্পোর্টিং ক্লাব এবং ফ্রেন্ডস ক্লাব। এই দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থায় রয়েছে ফ্রেন্ডস ক্লাব। কারণ তারা তিনটি ম্যাচে জিতেছে। ইস্পাহানী জিতেছে একটি। তাই এই ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ ইস্পাহানীর জন্য। এই রাউন্ডের শেষ ম্যাচে আগামী ২৫ এপ্রিল মুখোমুখি হবে সিটি কর্পোরেশন একাদশ এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। এদের মধ্যে আগ্রবাদ নওজোয়ান ক্লাব দুটি ম্যাচে জিতলেও সিটি কর্পোরেশন একাদশ এখনো জয়ের মুখ দেখেনি। হেরেছে আগের ছয় ম্যাচেই। তাই এই ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সপ্তম রাউন্ড শেষে একদিন বিরতি দিয়ে আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হবে লিগের অষ্টম রাউন্ড। আগামী ২৩ মে চ্যাম্পিয়ন আবাহনী এবং রানার্সআপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তথ্যসূত্র: দৈনিক আজাদী।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন