শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বিপিএলের তিন মৌসুমের সূচি চূড়ান্ত, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গেও তিন বছরের চুক্তি

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই ২০২২, ০৫:৪৪ অপরাহ্ন

বিপিএলের তিন মৌসুমের সূচি চূড়ান্ত, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গেও তিন বছরের চুক্তি

ফাইল ছবি

আইপিএল, বিগ ব্যাশের উচ্চতায় এখনো পৌঁছতে পারেনি বিপিএল। অনিয়মিত আর দায়সারা আয়োজনের জন্যই এমন হাল। বিপিএলকে তাই একটা কাঠামোয় আনতে চাইছে বিসিবি। আজ বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় টুর্নামেন্টটির আগামী তিন বছরের সূচি চূড়ান্ত হয়ে গেছে।

তিনটি টুর্নামেন্টই জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে শেষ হবে ফেব্রুয়ারিতে।

২০২৩ সালের বিপিএল অনুষ্ঠিত হবে ৪৩ দিনব্যাপী। ৫ জানুয়ারি উদ্বোধন আর ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। ২০২৪ সালের বিপিএলেও ৪৩ দিনের। ৬ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। ২০২৫ সালের বিপিএল ১ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১১ ফেব্রুয়ারি। সেই বিপিএলের ব্যাপ্তি ৪২ দিনের।

বিপিএলের প্রায় প্রতিটি আসরেই নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যায়। এতে নষ্ট হয় ধারাবাহিকতা। একটি দল গড়ে তোলার সময় থাকে না। অন্যদিকে আইপিএলসহ বেশির ভাগ লিগেই ফ্র্যাঞ্চাইজিগুলো লম্বা সময়ের জন্য দল গঠনের সুযোগ পাচ্ছে। এমন সমস্যা সমাধানে এবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে তিন বছরের চুক্তিতে যাচ্ছে বিসিবি। বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন