বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

চূড়ান্ত হল ২০২৬ ফিফা বিশ্বকাপের ১৬ ভেন্যু

১১টি যুক্তরাষ্ট্রে, ৩টি মেক্সিকোতে, ২টি কানাডায়

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন ২০২২, ১২:৩১ অপরাহ্ন

চূড়ান্ত হল ২০২৬ ফিফা বিশ্বকাপের ১৬ ভেন্যু

ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ২০২৬ বিশ্বকাপের ১৬ ভেন্যু। এই ষোল ভেন্যুর মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, মেক্সিকোতে তিনটি আর বাকি দুইটি কানাডায়। প্রথমবারের মত তিন দেশ মিলিয়ে হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ এবং প্রথমবারের মত ৩২ দলের পরিবর্তে ৪৮ দল খেলবে এই বিশ্বকাপে।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা এই তিন দেশে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত হওয়া ভেন্যুগুলো : 

যুক্তরাষ্ট্র : আটলান্টা (মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম), বোস্টন (জিলেট স্টেডিয়াম), ডালাস (এটিএন্ডটি স্টেডিয়াম), হিউস্টন (এনআরজি স্টেডিয়াম), কানসাস সিটি (অ্যারোহেড স্টেডিয়াম), লস এঞ্জেলেস (সোফি স্টেডিয়াম), মায়ামি (হার্ড রক স্টেডিয়াম), নিউইয়র্ক/নিউ জার্সি (মেটলাইফ স্টেডিয়াম), ফিলাডেলফিয়া (লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড), সানফ্রান্সিসকো বে এরিয়া (লেভি'স স্টেডিয়াম), সিয়াটল (ল্যুমেন ফিল্ড)

মেক্সিকো : গুয়াদালাহারা (এস্তাদিও এক্রন), মেক্সিকো সিটি (এস্তাদিও আযতেকা), মন্টেরে (এস্তাদিও বিবিভিএ ব্যানকামার)

কানাডা : টরন্টো (বিএমও ফিল্ড), ভ্যানকুভার (বিসি প্লেস)

এই আসরে অনুষ্ঠিত হবে মোট ৮০টি ম্যাচ; তবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনালের সব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন