আবারও আবুধাবি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের চট্টগ্রামের মালিকানাধীন বাংলা টাইগার্স দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ দলের সাবেক ব্যাটার আফতাব আহমেদ।
আফতাব আহমেদের দলটির কোচ হওয়া একরকম চূড়ান্তই। প্রথম আসরেও বাংলা টাইগার্সের প্রধান কোচ হিসেবে কাজ করেন আফতাব আহমেদ। সাপোর্ট স্টাফেও ছিল বাংলাদেশীদের আধিপত্য। দেখা গিয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, নাজিমউদ্দিনদের।
টিম ম্যানেজমেন্টে আফতাবের সাথে দেশের অন্যতম গুণী ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিমকেও যুক্ত করতে যাচ্ছে বাংলা টাইগার্স। মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাকে।
এবার জাতীয় দলের ক্রিকেটারদের ভেড়াতে চেষ্টা করছে বাংলা টাইগার্স। আইকন হিসেবে সাকিবকে চাইছে তারা। দুই পক্ষের মৌখিক আলাপ আলোচনাও হয়েছে। কিন্তু অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বাংলাদেশ সফর বলে পুরো আসরে তাকে নাও পেতে পারে দলটি।
আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী নভেম্বরে। ২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল হবে ৪ ডিসেম্বর।