শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

আবুধাবি টি-১০, বাংলা টাইগার্সের প্রথম খেলা ২৯ নভেম্বর

ক্রীড়া প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৩, ০৩:৩৬ অপরাহ্ন

আবুধাবি টি-১০, বাংলা টাইগার্সের প্রথম খেলা ২৯ নভেম্বর

ক্রিকেটের সংক্ষিপ্ততম ও জনপ্রিয় ভার্সন টি-টেন। মরুর বুকে শুরু হওয়া আবুধাবি টি-১০ এর সপ্তম আসর শুরু হতে যাচ্ছে ২৮ নভেম্বর। তবে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বাংলা টাইগার্সের প্রথম খেলার জন্য একদিন অপেক্ষা করতে হবে সমর্থকদর। ২৯ নভেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় (আমিরাতের সময় রাত সাড়ে ৮টা) প্রথম ম্যাচে মুখোমুখি হবে  নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে। 

পরের দিন (৩০ নভেম্বর) একই সময়ে বাংলা টাইগার্স নামবে ডেকান গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে। এরপর একদিন বিরতি দিয়ে ২ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৮ টায় বাংলা টাইগার্স নামবে  দিল্লি বুলসকে মোকাবেলা করতে। ৩ ডিসেম্বর একই সময়ে বাংলা টাইগার্স নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে নর্দান ওয়ারিয়র্স এর বিপক্ষে। 

বাংলা টাইগার্স নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে ৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। এদিন তাদের প্রতিপক্ষ টিম আবুধাবি। পরেরদিন (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায় বাংলা টাইগার্স নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে   মরিসভিল স্যাম্প আর্মির বিপক্ষে। 

গ্রুপ পর্বে বাংলা টাইগার্সের সর্বশেষ ম্যাচ ৭ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায়। এদিন তাদের প্রতিপক্ষ চেন্নাই ব্রেভস। 

গ্রুপ পর্বের সেরা চার দল উঠবে নক আউট পর্বে। সেখানে সেরা দুদল খেলবে কোয়ালিফাইয়ার-১ এ। বাকি দুটি দল লড়বে এলিমিনেটর যুদ্ধ জিতে কোয়ালিফাইয়ার-২ এর লড়াইয়ে যেতে। দুটি লড়াই-ই হবে ৮ ডিসেম্বর। একদিন পর ৯ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের। 

গতবার গ্রুপ পর্ব থেকে দুর্ভাগ্যজনকভাবে বিদায় নিতে হলেও সপ্তম আসরকে ঘিরে বেশ আগে থেকেই তৎপর ছিলেন বাংলা টাইগার্সের কর্ণধার চট্টগ্রামের সন্তান মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। 

আইকন ক্যাটাগরিতে গত আসরে বাংলা টাইগার্সকে নেতৃত্ব দেয়া টাইগার দলপতি সাকিব আল হাসানকে আসছে আসরের জন্যও একই ক্যাটাগরিতে ধরে রেখেছে তারা। সাকিবের সাথে গত আসরের অন্যতম পারফরমার পাকিস্তানের জাতীয় তারকা ইফতেখার আহমেদকেও ধরে রেখেছে তারা। এছাড়া আমিরাতের তারকা ক্রিকেটার রোহান মোস্তফা, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকেও ধরে রেখেছে বাংলা টাইগার্স। নতুনভাবে দলে ভিড়িয়েছেন দেশসেরা পেসার তাসকিন আহমেদকেও। 

ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী জানান, ‘এবার আমরা চ্যাম্পিয়ন ফাইট দেয়ার জন্য অনেক পরিকল্পনা করে টিম সাজিয়েছি। এবারের আসরে আমরা দলের কোচিং প্যানেল থেকে শুরু করে দলের ম্যানেজমেন্টেও বেশ কিছু পরিবর্তন এনেছি। আশাকরি, অভিজ্ঞ লোকদের হাত দিয়ে আসছে আসরে আমরা কাঙ্ক্ষিত ফলের দেখা পাব।’

বাংলা টাইগার্সের সিইও জাফির ইয়াসিন চৌধুরী জানান, ‘আমরা জানি আমিরাতে অবস্থান করা হাজারো প্রবাসী বাংলা টাইগার্সের সাফল্যে আনন্দিত হওয়ার জন্য প্রতীক্ষায় থাকে। তাই প্রতিবারই আমাদের চাওয়া থাকে প্রবাসীদের সেই আনন্দের সারথী হওয়ার। ইনশাহ্ আল্লাহ এবারের আসরে বাংলা টাইগার্সের সফলতা নিয়ে আমরা এবার বেশ আত্মবিশ্বাসী।’

বাংলা টাইগার্স স্কোয়াড:
সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, কুশাল মেন্ডিস, ডেনিয়াল শামস, কার্লোস ব্র্যাথওয়েট, ডমিনিক ড্রেকস, রিস টপলে, সাইম আইয়ুব, রোহান মোস্তফা, হায়দার আলী, আব্দুল গাফফার, ইফতেখার আহমেদ, মাথিশা পাথিরানা, মতিউল্লাহ খান, অমর্ত্য কৌল, রাসি ভ্যান ডের ডুসেন, রবিন উথাপ্পা ও আজম খান।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন