আম্পায়ার সৈকতের অন্যরকম 'ফিফটি' বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই

ক্রীড়া প্রতিবেদক

০২ জুন ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

আম্পায়ার সৈকতের অন্যরকম 'ফিফটি' বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই

যুক্তরাষ্ট্রের মাটিতে রোববার সকালে অনেকটা নীরবেই শুরু হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আটলান্টিক মহাসাগরের পাড়ে যে মেগা আসরটি রোমাঞ্চ ছড়াতে যাচ্ছে সেটি উদ্বোধনী ম্যাচেই টের পাওয়া গেছে। যেখানে কানাডার বিপক্ষে স্বাগতিক যুক্তরাষ্ট্রের রেকর্ডময় জয়ে বিশ্বকাপের শুরুটাই ছিল দুর্দান্ত। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের ম্যাচ না থাকলেও বাংলাদেশিদের চোখ ছিল মাঠের মাঝখানে। বাংলাদেশের অনেকগুলোর প্রথম আনন্দ এনে দেয়া শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত প্রথম বাংলাদেশি আম্পায়ার দায়িত্ব পালন করেছেন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। আর সেই ম্যাচেই সৈকত গড়লেন আরেক রেকর্ড।

সবমিলিয়ে গোটা দুনিয়ায় ১৪তম আর একমাত্র বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনফিল্ডে ৫০ ম্যাচ আম্পায়ারিং করলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। পাশাপাশি তিনি টি-টোয়েন্টিতে আরও ১৮ ম্যাচে ছিলেন টিভি আম্পায়ারের দায়িত্বে।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ টেস্ট, ১০০ ওয়ানডে এবং ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন সৈকত।

পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ১০০ ম্যাচ পরিচালনা করারও কীর্তিও দেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেল আম্পায়ার সৈকত।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন