চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে শুভ সূচনা করেছে চিটাগাং ইউনাইটেড ও লিজেন্ড ক্রিকেট ক্লাব।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে (১৩ মে, শনিবার) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চিটাগাং ইউনাইটেড ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় চিটাগাং মাস্টার্সকে। টসে জিতে ইউনাইটেড প্রথমে ব্যাট করতে পাঠায় মাস্টার্সকে। তারা নির্ধারিত ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাইসুর রহমান সর্বোচ্চ ৩১ রানে অপরাজিত থাকেন। এছাড়া, রিয়াদ মোস্তফা ১৬, মাহতাব ১৬*, আজিম উদ্দিন ১৫ এবং সুমন ১৩ রান করেন। ইউনাইটেডের হয়ে ইমরান বিন ইকবাল নেন ২ উইকেট। এছাড়া মনজুরুল হক, ফজলে আহসান খান ও কাজি ইয়াসিন আরাফাত নেন ১টি করে উইকেট।
জবাবে, চিটাগাং ইউনাইটেড মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে। তাদের হয়ে জুবাইর ইশতিয়াক ৪৫ রানে অপরাজিত থাকেন। কাজী ইয়াসিন আরাফাত করেন ৪৩ রান। এছাড়া, আরিফ আহমেদ অপরাজিত থাকেন ৩৩ রানে।
ইউনাইটেডের মো. ইশতিয়াককে ম্যান অব দা ম্যাচের পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এন ডি সি তৌহিদুল ইসলাম।
দিনের দ্বিতীয় ম্যাচে লিজেন্ড ক্রিকেট ক্লাব ১৫ রানে হারায় ত্রিপল এস মাস্টার্সকে।
টসে জিতে লিজেন্ড ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৪ রানের বড় সংগ্রহ করে। জবাবে ত্রিপল এস মাস্টার্স সব ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করতে পারে।
লিজেন্ড ক্রিকেট ক্লাবের উদ্বোধনী ব্যাটার জাহিদুল ইসলাম এবারের আসরের সর্বোচ্চ ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন। তার ৪৮ বলে খেলা ইনিংসটি ৮টি চার ও ২টি ছয়ে সাজানো ছিল।
পাশাপাশি ব্যাট হাতে সফল জাহিদ সফলতার দেখা পান বোলিংয়েও। তিনি ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে তুলে নেন ত্রিপল এসের ৪ ব্যাটারের প্রাণ।
ম্যাচের সেরা খেলোয়াড় জাহেদের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা ও সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য আবুল হাসেম।