বৃহস্পতিবার, ২ মে ২০২৪

বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনিশ্চিত কার্তিক

ইনজুরি

দেশ স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর ২০২২, ০১:২৩ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনিশ্চিত কার্তিক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে ভারতীয় দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার দিনেশ কার্তিক। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ চলার সময় পিঠের ব্যথায় কাবু হয়ে মাঠ ছাড়েন। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে ভারতের একাদশে তাকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৫তম ওভার শেষে ব্যথায় কুকড়ে যেতে দেখা যায় কার্তিককে। ফিজিও দ্রুত এসে তার প্রাথমিক চিকিৎসা করেন। কয়েক মিনিট পর পিঠের ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন। তার বদলে উইকেটের পেছনে দাঁড়ান একাদশের বাইরে থাকা ঋষভ পান্ত।

ম্যাচ শেষে কার্তিকের চোটের অবস্থা সম্পর্কে জানতে চাইলে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার বলেন, ফিজিওর রিপোর্ট পাওয়ার অপেক্ষায় তারা। তখনই জানা যাবে চোট কতটা গুরুতর।

তবে খুব বেশি সময় নেই। আগামী ২ নভেম্বর অ্যাডিলেডে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেমিফাইনালে ওঠার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে কার্তিক না থাকলে সম্ভবত পান্তই পরবেন কিপিং গ্লাভস।

৩৭ বছর বয়সী কার্তিক বিশ্বকাপের তিন ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করতে পারেননি। উইকেটের পেছনে ধরেছেন চার ক্যাচ এবং ব্যাট হাতে দুই ইনিংসে সর্বোচ্চ রান ৬।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন