সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

উড়ন্ত আর্সেনালকে মাটিতে নামাল ম্যানচেস্টার ইউনাইটেড

দেশ স্পোর্টস ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন

উড়ন্ত আর্সেনালকে মাটিতে নামাল ম্যানচেস্টার ইউনাইটেড

অবশেষে পথ হারাল উড়ন্ত আর্সেনাল। টানা ৫ ম্যাচ জেতা আর্সেনালকে হারের স্বাদ দিয়েছে ঘুরে দাঁড়ানো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম দুই ম্যাচ হারের পর টানা চার ম্যাচ জিতল রেড ডেভিলরা।

রোববার (৪ সেপ্টেম্বর) রাতে ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালকে ৩-১ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।

শুরুর ২০-২৫ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে চেপে ধরে আর্সেনাল। বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও অবশ্য পায়নি গোলের দেখা। তবে ৩৪ মিনিটে স্রোতের বিপরীতে গিয়ে অভিষিক্ত আন্তনির গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিআক্রমণে উঠে স্বাগতিকরা। ব্রুনো ফার্নান্দেজের পা ঘুরে রাশফোর্ডের বাড়ানো পাসে বাম পায়ের শটে দুরের পোস্টে জাল খুঁজে নেন আন্তনি।

৬০ মিনিটে সমতায় ফেরে আর্সেনাল। বক্সের ভেতর থেকে গোল করেন সাকা। ৬৬ মিনিটে আবারো লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। মাঝ মাঠ থেকে ব্রুনো ফের্নান্দেসের থ্রু পাস ধরে অফসাইড ফাঁদ ভেঙে আগুয়ান গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান মার্কোস রাশফোর্ড।

৭৫ মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলে ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল পূরণ করেন রাশফোর্ড। এ ম্যাচেও বদলি হয়ে মাঠে নামেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু পাননি গোলের দেখা।  

ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল আর্সেনাল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন