চট্টগ্রামের কর্ণফুলীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে অনূর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কর্ণফুলী উপজেলার শিকলবাহা আব্দুল জলিল চৌধুরী কলেজ মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় মেঘনা দল ৩৪ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন এবং পদ্মা দল ২৪ পয়েন্ট নিয়ে রানারআপ হয়। প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করে জেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্য প্রেরণ করা হবে।
কর্ণফুলী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতায় পদ্মা ও মেঘনা দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাসুমা জান্নাত। তিনি খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা যুবদলের সভাপতি নুরুল ইসলাম মেম্বার, উপজেলা অফিস কর্মকর্তা তাসলিমা নাসরিন, স্বর্ণা জান্নাত, আরজু হামী ও উপজেলা পাচঁ ইউনিয়ন সচিববৃন্দসহ উপজেলা (সিডিএফএ) কাউন্সিলর মো. ফরহাদ হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য মুহাম্মদ লোকমান, নুরুল আমিন মিন্টু, বাহার হোসেন খান, জাবেদুল ইসলাম ও মো. শাহিদুল ইসলাম সাহেদ।