চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের তৃতীয় দিনে বিশাল জয় পেয়েছে সিএম গোল্ড ও চিটাগাং রয়্যালস।
রোববার (১১ মে) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫ম ম্যাচে হাক্কানি ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে সিএম গোল্ড। দিনের দ্বিতীয় খেলায় চিটাগাং রয়্যালস ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারায় চিটাগাং লিজেন্ডকে।
দিনের প্রথম খেলায় সকালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিএম গোল্ডের অধিনায়ক ওয়াজি। হাক্কানি ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায় ১৯.৪ ওভারে।
হাক্কানি ক্রিকেট ক্লাবের পক্ষে গোলাম মোর্শেদ (১৮ রান) ও মো. মোরশেদুল (২১ রান) কিছুটা প্রতিরোধ গড়লেও, সিএম গোল্ডের দুর্দান্ত বোলিংয়ের সামনে তারা দাঁড়াতে পারেনি। মাহতাব উদ্দিন ৪ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট, যা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এছাড়া মাহিদুজ্জামান ও রাজিব ২টি করে উইকেট নেন।
৭৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সিএম গোল্ড কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে ইমরান (২৫) ও হাফিজুর (১৭*) দলের জয় নিশ্চিত করেন ৫ উইকেট হাতে রেখে। হাক্কানির হয়ে রবিন ২টি উইকেট নেন।
অসাধারণ বোলিং করে ম্যাচসেরা নির্বাচিত হন মাহতাব উদ্দিন। তার হাতে পুরষ্কার তুলে দেন ইস্পাহানি টি ট্রেডের ম্যানেজার তাসবির হাকিম।
দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চিটাগাং রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৭ রানের বিশাল সংগ্রহ করে তারা। দলের পক্ষে মো. ইকবাল ৫০ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এছাড়া রিয়াদ মুস্তাফা ৪৯ রান ও ইস্তিয়াক ওমি অপরাজিত ২১ রান করে দলের স্কোর শক্ত ভিত গড়ে দেন।
চট্টগ্রাম লেজেন্ডের হয়ে বল হাতে বেলাল জনি ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম লেজেন্ড শুরু থেকেই চাপে পড়ে যায়। নির্ধারিত ১৮.৫ ওভারে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। লেজেন্ড দলের ব্যাটসম্যানদের মধ্যে কেবল শাহেদুল (২১) কিছুটা প্রতিরোধ গড়তে পারলেও বাকিরা ছিলেন একেবারেই ব্যর্থ। রয়্যালসের হয়ে নাজিম ৫ উইকেট ও সাকিবুর নূর ৩ উইকেট শিকার করেন।
ম্যাচ শেষে মো. ইকবালকে তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন ইস্পাহানি টি মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার ওমর হান্নান।