চার ম্যাচে তিন জয় নিয়ে চট্টগ্রাম আসার পর খুলনার বিপক্ষে দাপুটে এক জয়ে চট্টগ্রাম পর্বে শুরু করেছিল চিটাগাং কিংস। কিন্তু এরপর পথ হারিয়ে ফেলে স্বাগতিক চট্টগ্রাম। রংপুরের সাথে হারের পর টানা দ্বিতীয় ম্যাচ হারলো তামিম ইকবালের বরিশালের বিপক্ষে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত রোববারের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল চিটাগাং কিংসকে ৬ উইকেটে হারিয়েছে। চিটাগাং কিংসের দেওয়া ১২২ রানের সহজ লক্ষ্য বরিশাল ১৬.৫ ওভারে পেরিয়ে যায়। ডেভিড মালানের অনবদ্য ইনিংস এবং বরিশালের বোলারদের দাপট জয়ের ভিত্তি গড়ে দেয়।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল এবং শুরু থেকেই তাদের বোলাররা ম্যাচে আধিপত্য বিস্তার করে। কিংসের ইনিংস মাত্র ১২১ রানে সীমাবদ্ধ থাকে। ওপেনার উসমান খান (১৯) এবং অধিনায়ক মিঠুন (৩৫) কিছুটা লড়াই করেন, তবে বাকিরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। শেষদিকে আরাফাত সানি ২৭ রান করে দলের স্কোর তিন অঙ্কে পৌঁছাতে সাহায্য করেন।
বরিশালের বোলারদের মধ্যে রিপন মণ্ডল ৪ ওভারে ২৩ রানে ৩টি উইকেট শিকার করেন। ফাহিম আশরাফ দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন।
১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফরচুন বরিশালের শুরুতেই ওপেনার তামিম ইকবালকে (৮) রান আউটের ফাঁদের ফেলেন। এরপর তৌহিদ হৃদয় (১) এবং মুশফিকুর রহিমও (১১) দ্রুত আউট হন। তবে ডেভিদ মালান ক্রিজে স্থির থেকে একদিকে দলকে টেনে নেন।
মালানের ৫৬ রানের ইনিংসটি ছিল চমৎকার, যেখানে তিনি চারটি চার এবং তিনটি ছক্কা হাঁকান। তার সঙ্গী মোহাম্মদ নবী ২৬ রানে অপরাজিত থেকে কার্যকর ভূমিকা রাখেন, দুজনের অপরাজিত জুটি দলকে সহজ জয় এনে দেয়।
বল হাতে চিটাগংয়ের হয়ে ২ উইকেট নেন পেসার খালেদ আহমেদ।