চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের দ্বিতীয় দিনে জয় পেয়েছে চিটাগাং মাস্টার্স ও নাইনটিজ উইলোস।
শনিবার (১০ মে) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় উত্তেজনাপূর্ণ ম্যাচে চিটাগাং মাস্টার্স ২ উইকেটে কুল ওয়ারিয়র্সকে পরাজিত করেছে। ১২৪ রানের টার্গেট তাড়া করে চিটাগাং মাস্টার্স ১৬.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
কুল ওয়ারিয়র্স টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল। মাহাফুজুল হক (২৩) ও হাসান নূরের (২৯) কার্যকর ইনিংস তাদের মোট রান ১২৪-তে পৌঁছাতে সাহায্য করে। তবে নিয়মিত উইকেট পড়ে যাওয়ায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয় দলটি।
চিটাগাং মাস্টার্সের হয়ে মো. নাইম ৪ ওভারে ২২ রানে ২টি উইকেট নেন এবং সোহিদুল মিঠু ৪ ওভারে মাত্র ১৩ রানে ২টি উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেন।
১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা কিছুটা চাপে থাকলেও মিডল অর্ডারে শাবিবুল আজম (৩৬*) এবং মো. জহেদুল ইসলাম (৪৫*) এর দারুণ জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তারা চতুর্থ উইকেটে গড়েন ৮৯ রানের দুর্দান্ত পার্টনারশিপ, যা জয়ের ভিত গড়ে দেয়।
কুল ওয়ারিয়র্সের হয়ে আব্দুল্লাহ আল মাসুম ও ফরহাদ হোসেন একটি করে উইকেট পান।
ম্যাচ সেরা শহিদুল মিঠু (চিটাগাং মাস্টার্স) এর হাতে পুরষ্কার তুলে দেন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য জিএম হাসান।
দিনের দ্বিতীয় ম্যাচে ৫৪ রানের বড় ব্যবধানে আগ্রাবাদ মাস্টার্সকে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করলো তারকা সমৃদ্ধ নাইনটিজ উইলোস।
টসে জিতে আগরাবাদ মাস্টার্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে ৯০’স উইলোস ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৯৩ রানের বড় সংগ্রহ করে। দলের পক্ষে মাহমুদুল ইসলাম ৪০ বলে ঝড়ো ৭০ রানের অসাধারণ ইনিংস খেলেন (৫টি চার ও ৫টি ছক্কা)। তাকে সঙ্গ দেন মোহাম্মদ নাজিম, যিনি ৩৫ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। বল হাতে আগ্রাবাদের হয়ে শাহিনুল ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে আগরাবাদ মাস্টার্স ১৮.৫ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন একরাম আনোয়ার, যিনি ৪১ বলে ৫০ রান করেন (৪টি চার, ৫টি ছক্কা)। উইলোসের বোলার মাহমুদুল ইসলাম ৪ ওভারে ১২ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দ্যুতি ছড়ান।
ম্যাচ সেরা নির্বাচিত হন মাহমুদুল ইসলাম। তার হাতে পুরষ্কার তুলে দেন ম্যাচ রেফারি সুব্রত চৌধুরী।