শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

জয়রথ ছুটছে ছেলেদের, হোঁচট খেল মেয়েরা

স্পোর্টস ডেস্ক

০৭ আগস্ট ২০২২, ০৩:১০ অপরাহ্ন

জয়রথ ছুটছে ছেলেদের, হোঁচট খেল মেয়েরা

ভারতের চেন্নাইয়ের মহাবালিপুরামে চলতি ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে ২.৫-১.৫ গেম পয়েন্টে পরাজিত করেছে। শনিবার রাতে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডে বাংলাদেশ দলের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ নিউজিল্যান্ডের স্টার্ক জনকে পরাজিত করেছেন।

গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে নিউজিল্যান্ডের ফিদে মাস্টার গং ডেনিয়েল হাংওয়েন, ক্রোয়াড নিকোলাস ও জাই ফেলিক্সের সাথে ড্র করেন। ওপেন বিভাগে বাংলাদেশ দল আট খেলায় ১০ পয়েন্ট নিয়ে ৪৮তম স্থানে রয়েছে।

মহিলা বিভাগে বাংলাদেশ ১-৩ গেম পয়েন্টে তুরস্কর কাছে হেরে গেছে। মহিলা বিভাগে কেবল মাত্র মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা তুরস্কের মহিলা ফিদে মাস্টার কোসাইগিট বুসে নাজকে পরাজিত করেন।

মহিলা আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস যথাক্রমের তুরস্কের আন্তর্জজাতিকমাস্টার আতালিক একাতারিনা, মহিলা ফিদেমাস্টার অকুয়াজ দুরু ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার অনুর সিগদেমের কাছে হেরে যান।

মহিলা দল আট খেলায় আট পয়েন্ট নিয়ে ৭১তম স্থানে রয়েছে। আজ রোববার নবম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ আইসল্যান্ডের বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশ ইরাকের বিরুদ্ধে খেলবে।

আহশা


 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন