শনিবার, ১২ অক্টোবর ২০২৪

তামিমের ওপর খেপেছেন হাথুরু-পাপন!

ক্রীড়া প্রতিবেদক

০৫ জুলাই ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন

তামিমের ওপর খেপেছেন হাথুরু-পাপন!

বেশ কিছু দিন ধরেই কোমরের চোটে ভুগছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যে কারণে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলতে পারেননি টাইগার এই ওপেনার। এরপর শঙ্কা জেগেছিল ওয়ানডে সিরিজে খেলা নিয়েও। নিয়মিত অনুশীলন চালিয়েও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি তামিম। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডে খেলবেন তিনি।

চট্টগ্রামে প্রথম ওয়ানডের আগে নিজের ইনজুরির বিষয়ে তামিম বলেছিলেন, 'ফিট আছি, তবে শতভাগ না, আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। তবে এটা বলবো না পুরোপুরি শতভাগ (ফিট আছে)। কালকে (আজ) খেলার পর বুঝতে পারবো কি অবস্থা।’

এদিকে তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা রাগান্বিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলছিলেন, 'এটি তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এমন কথা বলল। আমি কোচের সঙ্গে কথা বলেছি। কোচও এমন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত নয়। সেও ক্ষুব্ধ। তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে আসলে কী চায়। কোন পর্যায়ে আছে সে। দেখি আমি ম্যাচ দেখতে চট্টগ্রাম যাব।’

আরও পড়ুন>>> শতভাগ ফিট নন তামিম, তবুও খেলবেন প্রথম ওয়ানডে

এ বিষয়ে টাইগার হেড কোচ হাথুরুসিংহে পাপনকে ফোন করেছিল জানিয়ে বিসিবি সভাপতি বলেন, 'তামিমের এমন কথা আমার মেজাজ খারাপ করে দিয়েছে। হাথু (হাথুরুসিংহে) আমাকে ফোন দিয়ে আধঘণ্টা চিল্লাচিল্লি করছে। এটা কি সে পাড়ার খেলা পেয়ে গেছে নাকি! যে আমি ফিট আছি কি না, তা খেলে দেখব। হয় আপনি ফিট, নয়তো ফিট না। ডাক্তাররাও কিছু পাচ্ছে না তো! আমি তো আসলে জানি না যে ও এই কথা বলছে। আমাকে এটা কোচ বলেছে। আমাকে কিছুক্ষণ আগে (গতকাল) কোচ ফোন করেছিল। 

পাপন আরও বলেন, আন্তর্জাতিক ম্যাচ কি এমন মনোভাব নিয়ে কেউ খেলতে নামে? এটা হয় নাকি! দেখি, কালকে (আজ) মাঠে যাব এই জন্যই। আসলে ওর মনটাকে শক্ত করতে হবে। ওর ডিসিশান নিতে হবে ও আসলে কী চায়। খেলব কি খেলব না, দেখি... এমন করেই যাচ্ছে। এর আগের ম্যাচেও তো তাই করেছে।’


সর্বশেষ

উপরে নিয়ে চলুন