অধুনা টি-টোয়েন্টি ক্রিকেটে দুইশো রানও হরহামেশা চেজ হয়ে যাচ্ছে। সেখানে মাত্র ১০৬ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিতবে সেটি নিশ্চয়ই চিটাগাং লিজেন্ডের খেলোয়াড়গণও ভাবতে পারেননি। কিন্তু ইমতিয়াজের নেতৃত্বে তাদের বোলিং ডিপার্টমেন্ট সেটিকে সিএম গোল্ডের জন্য অনতিক্রম্যে পরিণত করেন।
চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় সপ্তাহের দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং লিজেন্ড ৮ রানের এক শ্বাসরুদ্ধকর জয় পায় সিএম গোল্ডের বিপক্ষে।
ম্যাচে বল হাতে চমক দেখান ইমতিয়াজ উদ্দিন, নেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট। ফলে ম্যাচসেরা নির্বাচিত হন তিনিই। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক ক্রিকেটার ও চট্টগ্রামের ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান রুবেল।
প্রথমে ব্যাট করে চিটাগাং লিজেন্ড করে ২০ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে বেলাল জনি সর্বোচ্চ ২২ রান করেন। এছাড়া, মুন্না ২১ রান, আদনান ১৭, রাসেল ১৬ রান করেন।
সিএম গোল্ডের হয়ে বল হাতে ইদি আমিন নেন ৩টি উইকেট, ২টি করে উইকেট নিয়ে তাকে সহায়তা করেন সালাহউদ্দিন ও মাহতাব উদ্দিন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে না পারলেও হাফিজুর রহমান হীরা ও সবুজ নন্দী দলকে জয়ের পথে রাখেন। কিন্তু ২৬ রান করে হীরা এবং ১৭ রান করে সবুজ নন্দী আউট হওয়ার পর আর জয়ের পথে হাঁটতে পারেনি সিএম গোল্ড। মিডল অর্ডারে ধারাবাহিক ব্যর্থতা ও রানআউটের কারণে চাপে পড়ে যায় দলটি। শেষদিকে, ইদে আমিন ১৩ রান করে চেষ্টা করলেও সেটি জয়ের জন্য যথেষ্ট হয়নি।